Rabindra Jayanti: গীতাঞ্জলির বিকল্প কথাঞ্জলি নয়…এপাং ওপাং ঝপাং, রবি স্মরণের মঞ্চে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Advertisement

সায়েন্স সিটি অডিটোরিয়ামে রবীন্দ্র স্মরণের অনুষ্ঠানে নাম না করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মঞ্চে অন্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার শুভেন্দু বলেন, আমি ঐচ্ছিকভাবে বলব। পশ্চিমবঙ্গে এটা প্রাসঙ্গিক। আমি, দিলীপদা, সুকান্তবাবুরা শহিদ পরিবার নিয়ে হেঁটেছিলাম। একটা গান করতে করতে গিয়েছিলাম। আমার সঙ্গে গলা মেলাতে পারেন। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়…তাঁর সঙ্গে গলা মেলান অনেকেই। 

এরপর শুভেন্দু বলেন, বাংলার ভয় কাটাতেই হবে। এটা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। কথাঞ্চলি গীতাঞ্জলির বিকল্প হতে পারে না। এই সাংস্কৃতিক অবক্ষয় থেকে বাংলাতে বাঁচাতে হবে। বাংলার মাটি, বাংলার জল , বাংলার বায়ু. বাংলার ফল পূণ্য হউক পূণ্য হউক, পূণ্য হউক হে ভগবান…এর বিকল্প হতে পারে না এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং।

নাম না করে একেবারে মমতাকে ও তাঁর সৃষ্টি কবিতাকে ঘিরে তীব্র সমালোচনার সুর শুভেন্দুর গলায়। একেবারে অমিত শাহের মঞ্চ থেকে সুর চড়ালেন তিনি।

তবে শুভেন্দুর এই বাক্যবাণের জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাংলা থেকে তো যত জী আছে তাদের মুখে ঝামা ঘষে পাঠিয়ে দিয়েছে। প্রতিহিংসা পরায়ণ আচরণ করা হচ্ছে। বাংলাকে দিশা বাংলা দেখাবে। দেশকে দিশা বাংলা দেখাবে। অমিত শাহ কী দিশা দেখাবেন। 

তবে ওয়াকিবহাল মহলের মতে এদিন একাধিক ক্ষেত্রে দেখা যায় রবীন্দ্রস্মরণের মঞ্চ থেকে রাজনৈতিক তির ছুঁড়ছেন নেতা নেত্রীরা। অতীতে এমন বিশেষ দেখা যায়নি।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।