Heat wave: ফের তাপপ্রবাহের অশনি সঙ্কেত, ৪০ ডিগ্রিতে চড়ল তাপমাত্রা, মোখাই কি তার কারণ? | ফের তাপপ্রবাহে সতর্কতা রাজ্যে দহনে পুড়ছে গোটা দেশ

Advertisement

West Bengal

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News
Advertisement

ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বলে যে আতঙ্ক তৈরি হয়েছিল উপকূলবর্তী রাজ্যগুলিতে। সেগুলি গত কয়েকদিন উদাও হয়ে গিয়েছে। উল্টে গোটা দেশে নতুন করে দেখা দিয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। পশ্চিমবঙ্গ সহ দেশের অধিকাংশ রাজ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

এক ধাক্কায় তাপমাত্রা চড়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। ঝড়-বৃষ্টিতে যেখানে বেশ মনোরকম আবহাওয়া তৈরি হয়েছিল ভারতের বিভিন্ন প্রান্তে সেটা যেন মুহূর্তে উধাও হয়ে গিয়েছে। গত কয়েকদিনে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বেড়েছে দেশের অধিকাংশ রাজ্যে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাত সহ একাধিক জায়গায় তাপমাত্রা হু হু করে চড়তে শুরু করেছে।

তাপপ্রবাহ

পশ্চিমবঙ্গে ঘর্ণিঝড় মোখা আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই আশঙ্কা এখন অনেকটাই কেটে গিয়েছে। ঘূর্ণিঝড় মোখার গতিপথ মায়ানমারের দিকে হবে বলে প্রাথমিক ভাবে এখন জানাচ্ছে মৌসম ভবন। এদিকে মোখার কারণে যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল তা কেটে গিয়েছে।

তাপপ্রবাহ

উল্টে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে। ঝড়-বৃষ্টি তো দূরের কথা রোদের তেজে গরম দ্বিগুণ হারে বাড়তে শুরু করেছে। রাজ্যের অধিকাংশ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা শহরেও তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

কলকাতাতেও ফের তাপপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কয়েকদিন আগেই গোটা রাজ্যে তাপপ্রবাহের কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সেটা বেশ অনেকদিন পর্যন্ত ছিল। সেই একই পরিস্থিতি তৈরি হতে চলেছে দেশের অন্যান্য রাজ্যেও। রাজধানী দিল্লিতে কয়েকদিন আগেই বৃষ্টির কারণে মনোরম আবহাওয়া ৈতরি হয়েছিল। কিন্তু গত কয়েকদিন এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা।

রাজধানী দিল্লিতে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পার করে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ রাজধানী দিল্লিতেও তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু দিল্লি নয় দেশের অধিকাংশ রাজ্যেই তাপমাত্রার পারদ চড়েছে। রাজস্থানে তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। উত্তর প্রদেশ সহ গোটা মধ্য ভারতের তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে।

আগামী ১০ মে থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণদিকের জেলা এবং কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ বুধবার থেকে ফের রাজ্যে তাপপ্রবাহ শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই রাজ্যে। তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়বে।

বাঁকুড়া, পুরুলিয়া,বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবােহর পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আপাতত কলকাতা সহ রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

English summary

Heatwave alert in severel states including west Bengal

Story first published: Tuesday, May 9, 2023, 10:37 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।