শো বাতিলের জেরে বিক্ষোভ সামলাতে অভিযোগ পেয়ে লিলুয়ার শপিং মলে গিয়েছিল পুলিশ

Advertisement

শো বাতিল হওয়ায় বিশৃঙ্খলা তৈরি করছিলেন কিছু দর্শক। এই অভিযোগ পেয়েই লিলুয়ার আইনক্স রঙ্গোলি মলে গিয়েছিল পুলিশ। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ জনকে আটক করে তারা। প্রেক্ষাগৃহে দর্শকদের কলার ধরে টানাটানির ছবিতে টুইটে একথা জানাল হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার এই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল শুরু হয়।

হাওড়া সিটি পুলিশের তরফে এক টুইটে জানানো হয়েছে, ‘পুলিশের বিরুদ্ধে হাওড়ার আইনক্স রঙ্গোলি মলে সাধারণ মানুষকে নিগ্রহ ও বাধাদানের অভিযোগ অসত্য। এই নিয়ে কিছু ভুয়ো তথ্য কিছু টুইটার হ্যান্ডেলে ছড়ানো হচ্ছে। আসল তথ্য হল, ৮ মে রাত ১০টা ৩০ মিনিট নাগাদ রঙ্গোলি মলের ম্যানেজার আমাদের খবর দেন সিনেমার একটি শো বাতিল নিয়ে সেখানে কোনও আইনশৃঙ্খলাজনিত সমস্যা চলছে’। 

টুইটারে পুলিশ জানিয়েছে, ‘প্রেক্ষাগৃহের ম্যানেজার জানান সংস্থার রিজিওনাল ম্যানেজারের নির্দেশে ১০টা ১৫ মিনিটে আইনক্স রঙ্গোলি মলে ‘দ্য কেরালা স্টোরি’ একটি শো বাতিল করা হয়েছে। ৩০ – ৪০ জন ব্যক্তি যারা অনলাইনে টিকিট কেটে রেখেছিলেন প্রেক্ষাগৃহে এসে টাকা ফেরত চান। তাদের আইনক্সের কর্মীরা জানান তারা ৭ দিনের মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন। কিন্তু ভিড় করে থাকা জনতা সেকথা শুনতে রাজি ছিল না। তারা কর্মীদের উদ্দেশে চিৎকার করে সেখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। এই অভিযোগ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেলুড় থানা থেকে পুলিশের গাড়ি রওনা হয়’।

টুইটে আরও লেখা হয়েছে, ‘ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উপস্থিত মানুষজনের সঙ্গে কথা বলে। বেশিরভাগ মানুষই আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে যান। ৪ জনকে আটক করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। এবং আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরও মুক্তি দেয় পুলিশ’।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।