West Bengal
oi-Bahni Sanyal Dutta

জাতিয়তাবাদ নিয়ে যে রাজনৈতিক দল সবচেয়ে বেসি তৎপর সেই দলের চাণক্যের মুখে জাতীয় সঙ্গীত নিয়ে ভুল তথ্য? কলকাতায় রবি স্মরণে নতুন বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আবার জাতিয়তাবাদ নিয়ে যিনি সদা তৎপর এবং সচেতন থাকেন তাঁর কাছে এমন ভুল তথ্য তাও আবার জাতীয় সঙ্গীত নিয়ে? সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ট্যুইট করেছে এই নিয়ে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না সঠিক তথ্য। ট্যুইটে লেখা হয়েছে বিজেপি যে সত্যিই দেশের ইতিহাস সম্পর্কে কিছু জানেন না সেটা আবারও প্রমাণ হয়ে গেল অমিত শাহের এই মন্তব্য।

প্রসঙ্গত উল্লেখ্য ভারতের জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’। যেটির রচনা করেছিলেন বাঙালি সাহিত্যিক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’। যেটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর ভারতের জাতীয় স্তোস্ত্র ‘জন গণ মণ’ রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত আর জাতীয় স্তোস্ত্র যে এক নয় সেটা ভুলে গিয়েছেন অমিত শাহ।
সেই ভুলটা চোখে আঙুল গিয়ে দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং কিছুটা সময় অবসর নিয়ে ভাল করে ভারতের ইতিহাস পড়ার পরামর্শ দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য রবীন্দ্র জয়ন্তীতে হঠাৎ করে অমিত শাহের জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসা একেবারেই মেনে নিতে পারেনি শাসক দল। বাঙালির মননে রয়েছেন রবীন্দ্রনাথ। তাঁকে বোঝার ক্ষমতা অমিত শাহ বা বিজেপির নেই।

পঞ্চায়েত ভোটের আগে বাঙালির অত্যন্ত কাছের তারা সেটা বোঝাতেই অমিত শাহের রবীন্দ্রজন্তিতে বঙ্গে ছুটে আসা বলে মনে করছে রাজনৈতিক মহল। সকালেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবির মূর্তিতে মালা দিয়ে রাজ্যের মন্ত্রী এবং শহরের মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, রবীন্দ্রনাথ বাঙালির আবেগ। সেই আবেগ নিয়ে ছেলেখেলা করা যায় না। বিজেপি নেতারা যতই আসুন রবীন্দ্রস্মরণে। তাঁকে নিয়ে রাজনীতি করতে পারবেন না সেটা ভাল হবে না।

প্রচ্ছন্নে যেন হুমকির সুর শোনা গিয়েছে ফিরহাদ হাকিমের কণ্ঠে। রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি যে বাঙালি কোনও ভাবেই মেনে নেবে না সেটা বিজেপিকে স্মররণ করিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটের আগেও বিশ্বভারতীতে পৌঁছে গিয়েছিলেন মোদী-শাহ। অমিত শাহ শান্তিনিকেতনে গিয়ে সেখান বোলপুর থেকে মহামিছিল বের করেছিলেন। কাজেই এবারও যে রবীন্দ্রনাথকে ব্যবহার করার চেষ্টা করবে বিজেপি তার ইঙ্গিত মিলতেই কড়া বার্তা দিয়েছে শাসক দলও।
English summary
Amit Shah claims that the national of India and Bangladesh were written by Rabindranath Tagore
Story first published: Tuesday, May 9, 2023, 17:30 [IST]