বাতিল সন্ধের গৌর প্রাঙ্গনের অনুষ্ঠান, কোন কারণে শান্তিনিকেতনের রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে কাটছাঁট | গরমের জন্য ছোট করা হল শান্তিনিকেতনের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান

Advertisement

Birbhum Jhargram

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিন। প্রতিবছরের মত এবছরও রাজ্যজুড়ে চলছে কবি স্মরণ অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে প্রতিবছরের মত এবছরও শান্তিনিকেতনে ২৫শে বৈশাখের বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে।

কিন্তু গরমের কারণে কাটছাঁট করা হয়েছে অনুষ্ঠান। সকালে বৈতালিক দিয়ে শুরু গয় অনুষ্ঠান। তারপরে কাচ ঘরে প্রার্থনা। কিন্তু গরমের কারণে সকাল নটায় মাধবী বিতানের অনুষ্ঠান আর হচ্ছে না আজ। সেটা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে সন্ধেবেলার আম্রকুঞ্জের অনুষ্ঠানও।

রবীন্দ্রনাথ ঠাকুর

গরমে পুড়ছে বীরভূম। ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। সকাল ৯টা বাজলেই বাইরে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। এমনই কঠিন পরিস্থিতি। আগে শান্তিনিকেতনের রবীন্দ্র স্মরণ হত ১লা বৈশাখ। কবিগুরু নিজেই করে গিয়েছিলেন সেই নিয়ম। বীরভূমে গরম বেশি পড়ে বলে বৈশাখের প্রথমেই ছুটি হয়ে যেত বিশ্ববিদ্যালয়, পাঠভবন।

শান্তিনিকেতন

সেকারণে ১লা বৈশাখেই কবি নিজের জন্মদিন পালন করে ছুটি দিয়ে দিতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নিয়মে বদল আনে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ১লা বৈশাখের পরিবর্তে ২৫ বৈশাখ শুরু হয় কবির জন্মদিন পালন। এবার গরমের কারণে আবার সেই অনুষ্ঠানেও কাটছাঁট করা হয়েছে।

সকালে বৈতালিক দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ভোর ৫টায় সেই অনুষ্ঠানের পর কাচঘরে হয় প্রার্থনা। তারপরে মাধবী বিতানে অনুষ্ঠান থাকে। সকাল ৯টা থেকে সেই অনুষ্ঠান করা হয়। কিন্তু এবার কোনওটাই হচ্ছে না। সকাল ৯টার মাধবী বিতানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

প্রতিবার বিকেলে গৌর প্রাঙ্গনে রবীন্দ্র নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা সেই অনুষ্ঠান করে। সন্ধে ৬টা থেকে হয় সেই অনুষ্ঠান। আগে পয়লা বৈশাখে হত সেই অনুষ্ঠান। কিন্তু গরমের কারণে এবারে গৌর প্রাঙ্গনের সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এবার সকালের অনুষ্ঠানের পর রবীন্দ্র জয়ন্তীর আর কোনও অনুষ্ঠানই হবে না শান্তিনিকেতনে।

জোড়াসাঁকোয় অবশ্য সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে নানা অনুষ্ঠান। সেই সঙ্গে রাজ্যজুড়ে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান চলছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও একাধিক জায়গায় রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আজ রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।

  • নোবেল দিয়ে রবীন্দ্রনাথকে অপমান, বাংলার ছেলেরাই চুরি করেছে! বিস্ফোরক তৃণমূল বিধায়ক
  • নোবেল চুরি করেছে তৃণমূল কংগ্রেস, বিস্ফোরক দাবি রাহুলের! কড়া ‘প্রত্যাঘাত’ তৃণমূলের
  • পদ্মশ্রীর পর মুকুটে নয়া পালক, আর্জেন্টিনার ছবিতে স্বয়ং কবিগুরুর ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়
  • ইহলোক থেকে পরলোক, রবির সংস্পর্শ বদলে দেয় জীবন
  • সবাই পাতা খাচ্ছে, নেশাখোরে ভরে গিয়েছে বিশ্বভারতী! রবীন্দ্রনাথ বেঁচে থাকলে সুইসাইড করতেন বলে মত কেষ্টার
  • বিশ্বভারতীর তিন ছাত্রের বহিষ্কারের উপর স্থগিতাদেশ হাইকোর্টের, আবির খেলায় মাতলেন আন্দোলনকারীরা
  • ‘তিনদিন ঘেরাও করে রাখব, বাড়ি থেকে বের হতে দেব না’, বিশ্বভারতীর উপাচার্যকে চরম হুঁশিয়ারি কেষ্টার
  • সেই প্রভাতের প্রাক্কালে টোকিও অলিম্পিকে ফের রবীন্দ্রনাথ, ১৩ বছর পর বাজল ভারতের জাতীয় সংগীত
  • ২২শে শ্রাবণ, রবিঠাকুরের প্রয়াণ দিবসে তাঁর লেখা কিছু লাইন যেগুলি আজও প্রাসঙ্গিক
  • এবার পাকিস্তানি এটা সিরিয়ালে রবি ঠাকুরের গান, ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ নেট দুনিয়া
  • ২৫ শে বৈশাখে রবীন্দ্র–স্মরণ, টুইটে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়–নরেন্দ্র মোদী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার সম্পর্কিত কিছু অজানা কথা

English summary

Rabindra Jayanti Programme at Shantiniketan

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।