প্রভাস-কৃতীর যুগলবন্দিতে বড় পর্দায় আসছে ‘আদিপুরুষ’, প্রকাশ্যে ছবির ট্রেলার

Advertisement

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রথম পোস্টার মুক্তির পরেই শুরু হয়েছিল দিন গোনা। আর এবার প্রকাশ্যে এল ‘আদিপুরুষের’ ট্রেলার। গল্পের পটভূমি রামায়ণ। ট্রেলারের শুরু থেকে গল্প বলছেন রামভক্ত হনুমান। নিজের প্রভুর কথা দিয়েই শুরু করেন তিনি। রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস (Prabhas)। সীতার ভূমিকায় অভিনয় করেছেন কৃতী শ্যানন (Kriti Sanon)। রাবণের ভূমিকায় সইফ আলি খান (Saif Ali Khan)।  রামায়ণের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি যেমন রামের বনবাস, রাবণের সীতাহরণ,শেষে সীতার উদ্ধার সবটাই ফুটে উঠেছে চলচ্চিত্রে।  

জানা যাচ্ছে, ছবির অভিনেতা, অভিনেত্রীরা চেয়েছিলেন হায়দরাবাদের স্ক্রিনেই প্রথম প্রকাশ হোক ‘আদিপুরুষের’। কথা মতো হায়দরাবাদের একটি থিয়েটারে স্পেশাল স্ক্রিনিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষের’ ট্রেলার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাস, কৃতী, ছবির পরিচালক সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীরা। 

আরও পড়ুন: Srijato: একালের রবীন্দ্রনাথ কি শ্রীজাত! নেটপাড়ায় তুলকালাম… 

আগের বছরের শেষের দিকে ছবিটির  প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার এরপর টিজার আর এবার প্রকাশ্যে এল ট্রেলারটি। অনেকদিন ধরেই ছবি মুক্তির দিন গুনছিলেন অনুরাগীরা। জানা যাচ্ছে, জুন মাসের ১৬ তারিখে বড় পর্দায় আসবে ছবিটি। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে ‘আদিপুরুষ’। ছবির পরিচালনায় ওম রাউত। এবং সঙ্গীত পরিচালনায় অজয়-অতুল। ছবিটির জন্য বেশ বড় বাজেট ঠিক হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Sobhita Dhulipala: প্রেমে জুটেছে সামান্থার ‘ঘরভাঙানি’ তকমা, ‘কোনও ভুল করিনি’ জানালেন অভিনেত্রী…

 প্রসঙ্গত, ছবির টিজার মুক্তির পর ভিএফএক্স গ্রাফিক্সের সমালোচনা করেন অনেকে। যা খানিকটা শুধরে নিয়েই প্রকাশ পেল ‘আদিপুরুষের’ ট্রেলার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

অনেকদিন ধরেই আলোচনা চলছিল ‘আদিপুরুষ’ কে নিয়ে। আগের বছরের শেষের দিকে মুক্তি পায় প্রথম ঝলক। আর এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।