পেট্রাপোল সীমান্তে নতুন চেকপোস্ট, সীমান্ত সুরক্ষা নীতি নিয়ে বার্তা অমিত শাহের | অমিত শাহ পেট্রাপোল সীমান্তে নতুন চেকপোস্টের উদ্বোধন করে বাংলাদেশের সঙ্গে মৈত্রীর বার্তা দিলেন

Advertisement

এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পর্যবেক্ষণে এসে পেট্রাপোল সীমান্তের গুরুত্ব ও বাংলাদেশের সঙ্গে মৈত্রীর বার্তা দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পেট্রাপোলে নতুন চেকপোস্ট ও পেট্রাপোল থানার উদ্বাধন করে তিনি। পেট্রাপোল সীমান্ত ঘুরে দেখেন তিনি।

মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখেন। রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর সেখান থেকে তিনি যান পেট্রাপোলে বিএসএফের অনুষ্ঠানে যোগ দিতে।

ভারত-বাংলাদেশের আন্তর্তাজিক পেট্রাপোল সীমান্তে নতুন চেকপোস্ট ও থানার নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। বিএসএফ নিয়ে যখন সীমান্ত লাগোয়া গ্রামগুলি থেকে নানা অভিযোগ উঠছে কিংবা গরু পাচার মালায় চার্জশিটে সরাসরি বিএসএফকে কাঠগড়ায় তুলেছে ইডি, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিদর্শন তাৎপর্যপূর্ণ।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।