বাংলা নিউজ > ঘরে বাইরে > ইমরানের গ্রেফতারির পরই পাক সেনা হেডকোয়ার্টারে ধুন্ধুমার! ক্ষিপ্ত সমর্থকরা আগুন জ্বালালেন কমান্ডারের বাসভবনে
Advertisement
Updated: 09 May 2023, 10:21 PM IST
Sritama Mitra
যে মামলা নিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়েছে, সেটি হল আল কাদির ট্রাস্ট মামলা। এই মামলা ইমরান, তাঁরা স্ত্রী বুশারা বিবি, তাঁদের ঘনিষ্ঠ জুলফিকার বুখারি, বাবর আওয়ানকে ঘিরে।
1/7ইসলামাবাদ কোর্টের বাইরে থেকে এদিন রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তানি রেঞ্জার্স। ঘটনার খানিক পরেই গোটা পাকিস্তান জুড়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ইমরান সমর্থকরা পথে নেমে ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটান। এমনকি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পাকিস্তানের সেনা হেড কোয়ার্টারে। (Photo by Abdul MAJEED / AFP) (AP)2/7ইমরানের গ্রেফতারির পরই পেশাওয়ার থেকে লাহোর জ্বলে ওঠে। এদিকে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারির পর হাইকোর্টের চিফ জাস্টিস আমির ফারুক, ইসলামাবাদের পুলিশ প্রধানকে প্রশ্ন করেন যে, কেন কোর্টের বাইরে থেকে ইমরানকে গ্রেফতার করা হল, তা নিয়ে। এদিকে, জানা গিয়েছে, আল কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেফতার করা হয়েছে। (AP Photo/K.M. Chaudary) (AP)3/7উল্লেখ্য, ইসলামাবাদে হাইকোর্টের বাইরে ইমরানকে টেনে হিঁচড়ে পাক রেঞ্জার্সদের নিয়ে যেতে দেখা যায়। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এভাবে গ্রেফতার করার ঘটনায় তাঁর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। বহু ভিডিয়োয় দেখা যায়, কার্যত ইমরানকে ঘাড় ধরে নিয়ে যাচ্ছে পাক রেঞ্জার্সরা। এদিকে, ইমরানের গ্রেফতারির কয়েক ঘণ্টা পরই রেডিও পাকিস্তানের অফিসে অগ্নিসংযোগ ঘটান ইমরানের সমর্থকরা। (Photo by Arif ALI / AFP) (AP)
4/7আগুন জ্বলে ওঠে পেশাওয়ারের রাস্তায়। অন্যদিকে, লাহোরে সেনা কমান্ডারের বাসভবনেৎ ভিতরে ঢুকে যান ক্ষিপ্ত সমর্থকরা। সেনা কমান্ডারের বাড়িতে অগ্নিসংযোগ করেন তাঁরা। এমনকি রাওয়ালপিন্ডিতে সেনা হেডকোয়ার্টারে ঢুকে কার্যত রণক্ষেত্রের রূপ দেন তাঁরা প্রতিবাদকে। সেনা হেডকোয়ার্টার লন্ডভণ্ড করতে থাকেন তাঁরা। (AP Photo/Muhammad Sajjad) (AP)5/7উল্লেখ্য, যে মামলা নিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়েছে, সেটি হল আল কাদির ট্রাস্ট মামলা। এই মামলা ইমরান, তাঁরা স্ত্রী বুশারা বিবি, তাঁদের ঘনিষ্ঠ জুলফিকার বুখারি, বাবার আওয়ানকে ঘিরে। মূলত, ইমরানের শাসনকালে পাকিস্তানে উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়তে আল কাদির ট্রাস্টের আওতায় আল কাদির বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা ছিল পঞ্জাবের ঝিলামে। (AP Photo/Muhammad Sajjad) (AP)6/7এরপর ২০১৯ সাল একটি মেমোরেন্ডামে স্বাক্ষর করেন ইমরান খানের স্ত্রী বুশারা বিবি। সেই মেমোরেন্ডাম ছিল বাহারিয়া টাউনে এক প্রাইভেট এস্টেট ফার্মের সঙ্গে। সেই মেমোরেন্ডাম অনুযায়ী ট্রাস্ট একটা বিশালাকার জমি পেয়েছিল বাহারিয়া টাউনে ওই চুক্তির সাপেক্ষে। তবে পাক মন্ত্রী রানা সানাউল্লাহর দাবি, ওই চুক্তি থেকে ইমরান নিজের অংশ বুঝে নেন আর একটা বড় অংশের জমি স্ত্রী বুশারার বন্ধু ফারাহ গোগিকে দিয়ে দেন। I(AP05_09_2023_000273B) (AP)7/7ইমরানের বিরুদ্ধে এই প্রতারণা ঘিরে ই এই আল কাদির ট্রাস্ট মামলা। যার জেরে এদিন কোর্টের সামনে থেকে গ্রেফতার হন ইমরান খান। (AP Photo/Muhammad Sajjad) (AP)