Cyclone Mocha: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, সুন্দরবনে শুরু মাইকিং | Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোখার সতর্কতায় সুন্দরবনে মাইকিং শুরু

Advertisement

24 Parganas

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। কোথায় হবে ল্যান্ডফল এখনও অনিশ্চিত। তবে যেদিকেই যাক রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় আগেই সতর্ক রাজ্য সরকার। সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুিলতে শুরু হয়ে গিয়েছে মাইকিং।

আগেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছিল। সেই মত উপকূলবর্তী জেলাগুলিতেও সতর্ক করা হয়েছে। বিশেষ করে সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরে সতর্ক করা হয়েছে। সুন্দরবনের মইপীঠে মাইকে করে প্রতার করছে উপকূলরক্ষী বাহিনী। একই ভাবে পূর্ব মেদিনীপুরেও করা হয়েছে মাইকিং।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা

আইএমডির পক্ষ থেকে মোখার গতিবিধি নিয়ে যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে পশ্চিমবঙ্গের উপর তার কোপ পড়বে না বললেই চলে। মোখা সোমবার আন্দামান দ্বীপের কাছে শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আগামীকাল আরও শক্তি বাড়াবে এটি। ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণাবর্তে পরিণত হবে। তার পরে সেটি ল্যান্ডফলের জন্য এগোবে।

কোন পথে এগোবে মোখা তার একটা ইঙ্গিত আইএমডি দিয়েছে। তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ কোথাও মোখা ল্যান্ডফল করবে না। মায়ানমারের দিকে এগোবে মোখা। মায়ানমারে যাওয়ার পথে প্রচুর জলীয় বাষ্প সঞ্চয় করে শক্তিবাড়িয়ে এগোবে ভূমির দিকে। ১৩ মে দুপুর থেকে ১২ মে বিকেলের মধ্যে কোনও একটা সময়ে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোখা।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা

তার দাপট সবচেয়ে বেশি পড়বে আন্দামান নিকোবর দ্বীপে। আগামীকাল থেকে আন্দামানে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়বে। তার জেরেই ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হতেই বৃষ্টির দাপট বেড়েছে। আগামীকাল আরও শক্তি বাড়াবে মোখা। আগেই সেকারণে সেখানকার মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। পর্যটকদেরও সতর্ক করা হয়েছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা

মোখার খুব ছিঁটেফোঁটা প্রভাবই পড়বে পশ্চিমবঙ্গ ওড়িশায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবার সব জলীয় বাষ্প যেহেতু মোখা টেনে নিয়ে যাচ্ছে তার জেরে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চড়ছে তাপমাত্রা। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে। আবারও ৪০ ডিগ্রি পর্যন্ত চড়বে তাপমাত্রার পারদ।

English summary

Cyclone Mocha Update news

Story first published: Monday, May 8, 2023, 16:07 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।