সংবিধানকে নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, ‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কে ক্ষোভ শাবানার|shabana azmi slams ban on the kerala story here s what actress said – News18 Bangla

Advertisement

মুম্বই: ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্কের ঝড় তুঙ্গে। মুক্তির পাওয়ার মাত্র ৩ দিনের মধ্যেই ছবি নিয়ে কাটাছেড়া চলেই আসছে৷ তামিলনাডুর হল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এই ধর্মান্তকরণের কাহিনি৷ তারপর আজই রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিষিদ্ধ করার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগেও সাংবাদিক বৈঠকে ছবি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবিকে ঘিরে বিতর্ক তুঙ্গে৷ ছবি নিয়ে নানা বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি৷

শাবানা আজমি নিজের টুইটারে ‘দ্য কেরালা স্টোরি’ ক্ষোভ উগরে দিয়েছেন৷ অভিনেত্রী লিখেছেন, ‘যারা দ্য কেরালা স্টোরি কে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন তারা লাল সিং চাড্ডা-কেও নিষিদ্ধ করতে চাওয়ার দলের মতো সেই পুরোনো ভুল করছেন৷ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম থেকে শংসাপত্র পাওয়া ছবিকে নিষিদ্ধ করতে চাওয়া আর সংবিধানকে নিজের হাতে তুলে নেওয়া একই অপরাধ৷ যদিও এই অধিকার কারোর নেই৷’ সাবানার এই টুইটকে অনেকেই সমর্থন করেছেন৷

Published by:Riya Das

First published:

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।