রাতে কলকাতায় পৌঁছেই বৈঠক করবেন অমিত শাহ, রবীন্দ্র জয়ন্তীতে যাবেন জোড়াসাঁকোতেও | অমিত শাহ রাতেই আজ কলকাতাতে আসছেন রবীন্দ্র জয়ন্তীতে যাবেন জোড়াসাঁকোতে

Advertisement

West Bengal

oi-Kousik Sinha

Google Oneindia Bengali News
Advertisement

রাতেই কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! আগামীকাল মঙ্গলবার ২৫ বৈশাখ। সেদিন বাংলাতেই কাটাবেন মোদীর সহযোগী। তবে ইতিমধ্যে অমিত শাহের বাংলা সফর নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন জ্বলতে থাকা মণিপুরে যাচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন। এরপরেই লোকসভার ভোট। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর এর মধ্যেই ফের একবার বাংলায় আসছেন অমিত শাহ। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাতের বিমানে কলকাতায় নেমেই করবেন বৈঠক

এখনও পর্যন্ত যা খবর তাতে রাত সাড়ে ১০ টা নাগাদ অমিত শাহের বিশেষ বিমান কলকাতা বিমানবন্দরে নামবে। স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দরে থাকবেন সুকান্ত-শুভেন্দুরা।

সেখান থেকে সোজা অমিত শাহ চলে যাবেন নিউ টাউনের একটি হোটেলে। সেখানেই রাতে থাকবেন। তবে নিউ টাউনের হোটেলে পৌঁছেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে করতে পারেন শাহ। গোটা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে পারেন তিনি।

এরপর আগামীকাল মঙ্গলবার সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাওয়ার কথা রয়েছে অমিত শাহের। সেখানে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করবেন তিনি। যদিও ভোটের মুখে শাহের জোড়াসাঁকো যাওয়া নিয়ে ইতিমধ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। ভোটের মুখে নেতাজি-রবীন্দ্রনাথ ঠাকুরদের বিজেপির মনে পড়ে বলেও মন্তব্য শাসকদলের। জোড়াসাঁকোতে দীর্ঘক্ষণ সময় কাটাবেন অমিত শাহ।

জোড়াসাঁকোতে দীর্ঘক্ষণ সময় কাটাবেন অমিত শাহ।

এরপর ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে যাবেন তিনি, সেখানে একাধিক কর্মসূচি রয়েছে। আর তা শেষ করে ফের একবার কলকাতায় ফিরবেন আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সায়েন্স সিটিতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই যোগ দেবেন অমিত শাহ।

এরপর রাত পৌনে আটটা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা ছাড়বেন বলে জানা গিয়েছে। কজারজত ঝটিকা সফরেই বাংলায় আসছেন তিনি। যদিও এর আগে দুদিনের সফরে বাংলায় আসার কত্যহা ছিল। দীর্ঘদুদিনের বঙ্গ সফরে জনসভা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল শাহের।

রবীন্দ্র জয়ন্তীতে যাবেন জোড়াসাঁকোতেও

কিন্তু শেষমুহূর্তে শাহের বঙ্গ সফরে একাধিক কাটছাঁট করা হয়েছে। তবুও একদিনের অমিত শাহের বাংলা সফর খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে গত কয়েক মাসের ব্যবধানে একাধিকবার বাংলায় এসেছেন অমিত শাহ। তবে ২৫ শে বৈশাখের বাংলায় শাহী সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

যদিও অমিত শাহের বাংলা সফরকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

English summary

Amit Shah meeting in kolkata tonight, will go to Jorashako on Rabindra Sadan

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।