বিদ্রোহী বিধায়কের তকমা ঘোচানোর দাওয়াই দিলেন নিজেই, পঞ্চায়েতের আগে গলবে বরফ? | বিদ্রোহী বিধায়কের তকমা ঘোচানোর দাওয়াই দিলেন নিজেই, পঞ্চায়েতের আগে গলবে বরফ?

Advertisement

North Bengal

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News

বেশ কিছুদিন ধরে ইসলামপুরের তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী বেসুরো বাজছেন। তিনি তৃণমূলের বিদ্রোহী বিধায়ক ঘোষণা করে দিয়েছেন নিজেকে। বিদ্রোহ জারি রেখে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও হাজির হননি। এই অবস্থায় তাঁর মান ভাঙাতে আসরে নামলেন জেলা সভাপতি।

সোমবার জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের সঙ্গে একপ্রস্থ বৈঠকের পরই সম্পর্কের শৈত্য কাটতে চলেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে গলতে শুরু করেছে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কের মনে জমে থাকা বরফের চাঁই। এদিন বৈঠকের পর তাই নিজেই জানিয়ে দিলেন তাঁর বিদ্রোহী তকমা ঘোচার দাওয়াই।

বিদ্রোহী বিধায়কের তকমা ঘোচানোর দাওয়াই

জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিবাদ চরমে উঠেছিল ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরীর। তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি হিসেবে জাকির হোসেনকে দায়িত্ব দেওয়ায় সেই বিবাদ আরো চরমে ওঠে। অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের আবদুল করিম চৌধুরীকে হারিয়ে দেবার জন্য নানান ধরনের কৌশল করেছিলেন জাকির হোসেন।

সম্প্রতি এলাকায় এক সিভিক ভলেন্টিয়ারকে গুলি করে খুনের ঘটনায় মুল অভিযুক্ত হিসেবে ব্লক সভাপতি জাকির হোসেনের নাম উঠে আসে বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহন করছে না। দলের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেও ফল হয়নি।

বিদ্রোহী বিধায়কের তকমা ঘোচানোর দাওয়াই

দলের প্রতি এই ক্ষোভ ও অভিমানে নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে ঘোষণা করেন আবদুল করিম চৌধুরী। দলের বিদ্রোহী বিধায়ক হবার কারণে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের নবজোয়ার কর্মসূচিতে অংশ নেননি করিম চোধুরী। ইসলামপুর সভার পর দুর্গাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠকেও অংশ নেননি ইসলামপুরের এই বর্ষীয়ান বিধায়ক।

দুর্গাপুরের সভায় করিম চৌধুরীর অনুপস্থিতি অভিষেকের নজরে আসে। করিম চৌধুরীর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা মেটানোর জন্য তিনি এরপর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক রবিবার রাতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল করিম চৌধুরীর বাড়িতে যান।

বিদ্রোহী বিধায়কের তকমা ঘোচানোর দাওয়াই

এরপরই গলতে শুরু করে বরফ। বিধায়ক তাঁকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেন। এছাড়া জেলা সভাপতিকে মিষ্টি মুখও করান তিনি। সমস্যা সমাধানে আলোচনায় বসে করিম চোধুরী জেলা সভাপতির কাছে প্রস্তাব দিয়েছেন, ব্লক সভাপতি জাকির হোসেনকে ছয় মাসের জন্য সাসপেন্ড করার। সেইসঙ্গে ব্লক কমিটিও ভেঙে দিতে হবে।

করিম চৌধুরী জানান, তাঁর এই প্রস্তাব মানা হলেই তিনি আবার সক্রিয় হবেন দলে। বিদ্রোহী তকমাও মুছে যাবে। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিধায়ক করিম চৌধুরীর কাছে এ জন্য দু’দিন সময় চেয়েছেন। করিম চৌধুরী জানয়েছেন, জেলা সভাপতির কাছে তাঁর মতামত তিনি ব্যক্ত করেছেন।

করিম চৌধুরীর কথায়, তিনি বল জেলা সভাপতির কোর্টে পাঠিয়ে দিয়েছেন। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তাঁর মনে অভিমান আছে নি। আলোচনার রিপোর্ট দলের রাজ্য কমিটির কাছে পাঠাবেন তিনি। তাঁদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন।

English summary

Rebel MLA Karim Chowdhury says way to return TMC in active before Panchayat election

Story first published: Monday, May 8, 2023, 20:34 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।