বিজেপির সঙ্গে যোগসাজশ সিপিএমের, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিস্ফোরক মমতা | মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিস্ফোরক অভিযোগ করে জানালেন বিজেপির সঙ্গে যোগসাজশ রয়েছে সিপিএমের

Advertisement

West Bengal

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News
Advertisement

বিজেপির সঙ্গে সিপিএমের যোগসাজশ রয়েছে বলে ফের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেই ক্ষান্ত হলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কেরলের সিপিএম সরকারকেও নিশানা করলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বিকৃত তথ্য দিয়ে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি হয়েছে। তারপরও চুপ রয়েছে কেরলের সিপিএম সরকার। কেন তারা চুপ? সেই প্রশ্নও তোলেন মমতা। এরপরই তিনি অভিযোগ করেন আসলে বিজেপির সঙ্গে যোগসাজশ রয়েছে সিপিএমের। এই নীরবতাই তার প্রমাণ।

 ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিস্ফোরক মমতা

ছবি সৌ:মমতা বন্দ্যোপাধ্যায়/ফেসবুক

কেরলের বিতর্কিত ছবিকে এদিন একহাত নেন বাংলার মুখ্যমন্ত্রী। বিতর্ক বাড়িয়ে তিনি বলেন, বিকৃত তথ্য পরিবেশন করা হয়েছে ওই ছবিতে। সেই কারণে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। কিন্তু মুখে রা কাটছে না কেরল সরকার। কেরলের ঘটনাকেই বিকৃত করা হয়েছে, আর কেরল সরকারই চুপ!

তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই নীরবতাই প্রমাণ করে উভয় দলের মধ্যে যোগসাজশ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শুধু কেরালা নিয়ে বিকৃত ছবির কথাই বলেননি, তিনি বলেছেন ‘দ্য কাশ্মীর ফাইলসে’র কথাও। কেরল ও কাশ্মীর নিয়ে বিকৃত ছবি উপস্থাপনা করা হচ্ছে বলে তাঁর অভিযোগ।

 ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিস্ফোরক মমতা

Photo Credit: ছবি সৌ:ডিজনি+হটস্টার

কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দ্য কেরালা স্টোরি নিয়ে নীরবতা থাকার অভিযোগ এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দ্য কেরালা স্টোরি নিয়ে। তিনিও বলেন, মিথ্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি।

উল্লেখ্য, দ্য কেরালা স্টোরিতে দেখানো হয়েছে, কেরল থেকে ৩২ হাজার মহিলাকে ধর্ম পরিবর্তন করিয়ে সিরিয়ে ও আফগানিস্তানের আইওসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। এ প্রসঙ্গেই মমতা গর্জে ওঠেন। তিনি বলেন, বিকৃত তথ্য পরিবেশন করা হয়েছে। বিকৃত তথ্য গিয়ে সিনেমা তৈরি হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, কেরল সরকার চুপ কেন? বিজেপির সঙ্গে যোগসাজশ রয়েছে বলেই করলের বাম সরকার নীরব এই বিষয়ে। মমতা বলেন, এভাবে বিরোধী দলকে বুলডোজ করার অধিকার কে দিয়েছে? শাসক দলের শান্তি বজায় রাখাই কর্তব্য। কিন্তু শাসক দলই অশান্তির বাতাবরণ তৈরি করছে।

mamata banerjee

ছবি সৌ:মমতা বন্দ্যোপাধ্যায়/ফেসবুক

সম্র্রতি কর্নাটকের নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী বলেন, এই ছবি সন্ত্রাসবাদের কুৎসিত সত্যকে তুলে ধরেছে। ‘দ্য কেরালা স্টোরি’ তৈরি হয়েছে একটি সন্ত্রাসী ষড়যন্ত্রের উপর ভিত্তি করে। সন্ত্রাসীদের নকশা উন্মোচিত হয়েছে এর মাধ্যমে।

তিনি বলেন, আর কংগ্রেস সন্ত্রাসবাদের উপর নির্মিত চলচ্চিত্রের বিরোধিতা করে বুঝিয়ে দিচ্ছে তারা সন্ত্রাসী প্রবণতার পক্ষে। কংগ্রেস ভোটব্যাঙ্কের জন্য সন্ত্রাসবাসকে ঢাল করছে। ভোটের জন্য সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করেছে তারা।

English summary

Mamata Banerjee alleges CPM has link with BJP about ‘the Kerala story’

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।