বক্স অফিসে বাম্পার ছক্কা, ‘দ্য কেরালা স্টোরি’-র ৩ দিনের আয় কত জানেন? |sudipto sen s film the kerala story box office day 3 collection will shock you – News18 Bangla

Advertisement

মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি৷ ছবি ঘিরে এমনিতেই চর্চার শেষ নেই৷ গত কয়েকদিন ধরেই ছবিকে কেন্দ্র করে জোরদার সমালোচনা শুরু হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিষিদ্ধ করার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগেও সাংবাদিক বৈঠকে কেরালা স্টোরি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ তামিলনাডুর হল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এই ধর্মান্তকরণের কাহিনি৷ দক্ষিণের এই রাজ্যে ছবির স্ক্রিনিং বন্ধের পর বক্সঅফিস কালেকশন নজরকাড়া৷ ছবি মুক্তির তিন দিনের মাথাতেই রবিবার একলাফে ছবির কালেকশন বাড়ল ৪৩ শতাংশ৷

একাধিক বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে নজির গড়ল সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি৷ মাত্র তিন দিনে দেশ জুড়ে ৩৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি৷ শুধুমাত্র রবিবার ১৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে৷ এই ছবির সঙ্গে জড়িয়ে নেই কোনও স্টারডম৷ অভিনেত্রী আদা শর্মা ছাড়া বাকি সবাই অচেনা মুখ৷ তারপরও ছবিকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে তা একেবারেই বিরল৷ বিতর্ককে সঙ্গে নিয়েই বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে এই ছবি৷

আরও পড়ুন-আলিয়া-ক্যাটরিনা নয়, ফের এই প্রাক্তন প্রেমিকার কাছাকাছি আসছেন রণবীর, বলুন তো কে তিনি?

আরও পড়ুন- ‘আপনার ছেলে আমায় বড্ড বিরক্ত করে’, বৃদ্ধার হাত ধরে অভিযোগ আলিয়ার, ভিডিওতে মুগ্ধ নেটপাড়া

গত ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি৷ ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ টুইটারে জানান, দ্য কেরালা স্টোরি অপ্রতিরোধ্য৷ আসাধারণ আয় দ্বিতীয় ও তৃতীয় দিন৷ ছবি ইতিমধ্যেই সুপারহিট৷ প্রথম দিনে ৮.৩ কোটি টাকা আয় করেছিল এবং শনিবার ১১.২২ কোটি টাকা আয় করেছিল এই ছবি৷ তবে রবিবার বক্সঅফিসে এই ছবি দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি৷

Published by:Riya Das

First published:

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।