Nadia Murshidabad
oi-Dibyendu Saha

সাধারণভাবে মে মাসে পঞ্চায়েত ভোট দেখে এসেছে রাজ্য। তবে এবার মে মাসেও পঞ্চায়েত ভোটের নাম গন্ধ নেই। আদৌ রাজ্য সরকার পঞ্চায়েত ভোট নিয়ে আগ্রহী কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। মুর্শিদাবাদ থেকে সেই প্রশ্নের জবাব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করেছেন নব জোয়ার কর্মসূচির পরেই হবে পঞ্চায়েত ভোট।
অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের নিশানা করে বলেছেন, এবার আর নির্দল হিসেবে জিতলেও দলে নেওয়া হবে না। বিভিন্ন জায়গায় নব জোয়ার কর্মসূচিতে গণ্ডগোল প্রসঙ্গে তিনি বলেছেন, অনুবীক্ষণযন্ত্র দিয়ে খুঁজে বের করে টিকিট দেওয়া হবে। বুথে যাঁরা দল করে তারা নিঃস্বার্থ ভাবে দল করে। যাঁরা চাইবে গোজ প্রার্থী দিতে পারে, তবে জিতলে দলে নেওয়া হবে না।

Photo Credit: ছবি সৌ:অভিষেক বন্দ্যোপাধ্যায়/ফেসবুক
অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে বলেন, তৃণমূল সরকার মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর। মুর্শিদাবাদ জেলায় যেখানে তৃণমূল পরাজিত হয়েছে সেখানেও পরিষেবা দিচ্ছে তৃণমূল। কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হওয়ার পর সব টাকা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিতে হবে। কংগ্রেসের সাংসদ হওয়া সত্ত্বেও অধীর চৌধুরী একটি চিঠি লিখেও কোনও প্রতিবাদ করেননি। পাশাপাশি অধীর চৌধুরী বিজেপিকেও আক্রমণ করেন না বলে অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বসেছেন তলায় তলায় সব সেটিং।

Photo Credit: ছবি সৌ:অভিষেক বন্দ্যোপাধ্যায়/ফেসবুক
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নবজোয়ার মিটলেই পঞ্চায়েত ভোট। ফলে কবে পঞ্চায়েত ভোট, তা নিয়ে ধোঁয়াশার মধ্যেই দলের কর্মসূচিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। তৃণমূলের নব জোয়ার কর্মসূচির ১৩ তম দিনে কংগ্রেস ও বিজেপিকে একযোগে নিশানা করে তিনি দুই দলের মধ্যে গোপন আঁতাতের অভিযোগ করেন।
প্রসঙ্গত পঁচিশে এপ্রিল শুরু হয়েছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি দুমাসের। যা শেষ হবে জুনের শেষে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে বিভিন্ন মহল মনে করছে পঞ্চায়েত ভোট হতে হতে জুলাই হয়ে যেতে পারে।

Photo Credit: ছবি সৌ:অভিষেক বন্দ্যোপাধ্যায়/ফেসবুক
উল্লেখ করা প্রয়োজন চলতি বছরের জুনে শেষ হচ্ছে পঞ্চায়েতের মেয়াদ। তাই মে মাসের পঞ্চায়েত ভোট ঘোষণা না হওয়ার রাজনৈতিক মহলের প্রশ্ন উঠছিল রাজ্য সরকার কি আদৌ জুনের মধ্যে পঞ্চায়েত ভোট করাতে পারবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতের পরে সেই ধোঁয়াশা অনেকইটা কাটল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
English summary
After ending Naba joyar programme of TMC, panchayat election will be held, says Abhishek Banerjee in Murshidabad.