Calcutta High court: মুছে যাচ্ছে গ্রামের নাম, হাইকোর্টে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে জনস্বার্থ মামলা গ্রামবাসীর

Advertisement

আস্ত একটি গ্রাম রয়েছে, অথচ সরকারি প্রকল্পে সেই গ্রামের নাম ব্যবহার করা হয় না। তার পরিবর্তে ব্যবহার করা হয় পাশের গ্রামের নাম। তার ফলে ক্রমেই পরিচিতি হারিয়ে ফেলছে ওই গ্রামটি। গ্রামের নাম ভুলে যাচ্ছেন মানুষ। ওই গ্রামটি এখন পাশের গ্রামের নামেই পরিচিত হচ্ছে। এমনই দাবি তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ভাওকল গ্রামের বাসিন্দারা। এই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে জেলা শাসকের পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

গ্রামের নাম মুছে দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন গ্রামের বাসিন্দা প্রদীপ হালদার। তাঁর দাবি, নিজের নামে পরিচিতি পাক ভাওকল গ্রাম। এই গ্রামের পরিচিতি অক্ষুন্ন থাকুক। মামলার আইনজীবীর বক্তব্য, এই গ্রামে অনেক সরকারি প্রকল্পের কাজ হয়ে থাকে। কিন্তু, এই সমস্ত সরকারি প্রকল্প এই গ্রামের নামে অনুমোদিত হয় না পাশের গ্রাম ‘পান্না’র নামে অনুমোদিত হয়। ফলে সরকারি প্রকল্পগুলিতে পার্শ্ববর্তী পান্না গ্রামের নামই ব্যবহার করা হয়। সরকারি খাতা থেকে এই গ্রামের নাম হারিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। এখন সরকারি প্রকল্পগুলিতে যাতে ওই গ্রামের নামে ব্যবহার করা হয় সে বিষয়ে তিনি আবেদন জানিয়েছেন।

আইনজীবীর বক্তব্য, ওই গ্রামের একটি বিশেষ ইতিহাস রয়েছে। একসময় দক্ষিণ ২৪ পরগনার এই গ্রামের যথেষ্ট গুরুত্ব ছিল। তার জন্য গ্রামবাসীরা গর্ববোধ করেন। বর্তমানে ওই গ্রামে ২০০ টি পরিবারের বসবাস রয়েছে। এর আগেও এই বিষয়ে সরকারের কাছে বিভিন্ন দফতরে আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু, কাজ হয়নি। শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করা হয়েছে। এই মামলার শুনানিতে হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, প্রত্যেকটি গ্রামের নিজের স্বীকৃতি বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এর ভিত্তিতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ মামলাকারীর সমস্ত অভিযোগ খতিয়ে দেখে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসককে পদক্ষেপ করতে বলেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।