West Bengal
oi-Sanjay Ghoshal

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের টার্গেট আগেই বেঁধে দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অমিত শাহর ৩৫-কে পাল্টা দিয়ে ২০২৪-এর টার্গেটও বেঁধে দিলেন তিনি। ২০১৯-এর মতো ৪২-এ ৪২ নয়। এবার ৪০ আসনের টার্গেটে নেতা-কর্মীদের ঝাঁপাতে বললেন অভিষেক।
বাংলায় বিজেপির জন্য ৩৫ আসনের টার্গেট দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্র্রমন্ত্রী অমিত শাহ। বীরভূমের সিউড়ির জনসভা থেকে প্রকাশ্যে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন তিনি। এমনকী বিজেপির অন্দরের বৈঠকে সেই টার্গেট তিনি ৩৮ করে দিয়েছিলেন বলেও জানা যায়।

এবার অমিত শাহের পাল্টা তৃণমূলের লোকসভার টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসকদল ২০২৪-এর লোকসভায় ৪০ আসনের টার্গেট নিয়ে লড়াইয়ে নামবে বলে জানিয়ে দিলেন তিনি। শনিবার মুর্শিদাবাদের ভগবানগোলায় বুথ অধিবেশনে এমনটাই ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বলেন, তৃণমূল ২২ থেকে ৩৫-৩৬ হলে বিজেপি বাংলার টাকা আটকে রাখতে পারত না। তৃণমূল যদি একটি আসন কম পায়, তাতে তৃণমূলের কিছু এসে যায় না। কিন্তু তৃণমূল যদি একটি আসন বেশি জেতে তাহলে বাংলার মানুষ বঞ্চনার শিকার হবেন না। বাংলাকে বঞ্চনা করতে পারবে না কেউ।

তারপরই তিনি বলেন, আগামী দিনে আমাদেরকে ৪০ আসনের লক্ষ্যে ঝাঁপাতে হবে। এই মুর্শিদাবাদ জেলায় তিনে তিন করতে হবে। তিনি বলেন, ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে অন্যরা জিতেছে। ভোট ভাগাভাগিতে আখেরে ক্ষতি মানুষেরই। তৃণমূলের আসন কমে গেলে বঞ্চিত হতে হবে জনতাকে।
মুর্শিদাবাদের অধীর-গড়ে দাঁড়িয়ে অভিষেক বলে দিলেন কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ মানুষের নিজেদের বিপদ ডেকে আনা। অভিষেক বলেন, তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। মালদহ থেকে মুর্শিদাবাদে অভিষেকের প্রবেশে মানুষ বিপুল উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে।

সেই বিপুল উৎসাহ দেখেই অভিষেক জানিয়ে দিয়েছেন নতুন টার্গেটে ঝাঁপানোর কথা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সবথেকে বেশি ৩৪টি আসন পেয়েছিল তৃণমূল। তারপর ২০১৯-এ তৃণমূল ৪২-এ ৪২ আসনের টার্গেট নিয়েছিল। কিন্তু সেবার মাত্র ২২ আসনে জয় পায় তারা। এবার আর ৪২-এ ৪২ নয়, তারা ৪০ আসনের টার্গেটে ঝাঁপানোর পরিকল্পনা করেছে।
এর আগে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০২৬-এর টার্গেটও খাঁড়া করে দেন। তিনি বলেন, ২০২৬-এ তৃণমূল ২৪০ আসনে জয়ের লক্ষ্যে নামবে। সেইমতোই পরিকল্পনা তৈরি করছে তারা। ২০২৬-এর পর পঞ্চায়েতের প্রাক্কালে ২০২৪-এরও টার্গেট বেঁধে দিলেন তিনি।
English summary
Abhishek Banerjee sets target of TMC in 2024 Lok Sabha Election
Story first published: Sunday, May 7, 2023, 12:35 [IST]