মুম্বই: বয়স প্রায় ৫০-এর কোটায় হলেও নিজেকে নিয়ে ঠিক কতটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন মালাইকা আরোরা, তার প্রমাণ বারেবারে দিচ্ছেন নায়িকা৷ ‘ছাইয়া ছাইয়া’ গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে।বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। ফের নেটিজেনদের চমকে দিলেন বলি আইকন৷
গত শনিবার রাতে লাল রঙের স্টাইলিশ গাউনে ইভেন্টে হাজির হয়েছিলেন মালাইকা অরোরা। উন্মুক্ত বক্ষ-বিভাজিকায় নিমেষে ভক্তদের পাগল করে দিয়েছেন মাল্লা৷ গাউনের সঙ্গে ম্যাচ করে রূপোলি ঝোলা কানের দুল,মাথায় খোঁপা বেধে পুরো সাজটি সম্পূর্ণ করেছিলেন৷ অভিনেত্রীকে দেখেই হাজারো ফ্ল্যাশের ঝলকানি জ্বলে ওঠে৷ পাপারাৎজির ক্যামেরায় একাধিক পোজ দিয়ে ছবি তোলেন অভিনেত্রী৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood Actress, Malaika Arora, Viral Video