Purba Paschim Burdwan
oi-Dibyendu Saha

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনতার কথা শুনতে ও তাঁদের কাছে পৌঁছাতে অতীতের কমরেডদের মতো পথে নামতে হবে। তাই আর বিলাশবহুল গাড়ি নয়, গণ পরিবহনে নির্ভর করতে হবে। এমনই ভাবনা-চিন্তায় সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির কাছে থাকা ৬টি গাড়ি বিক্রির সিদ্ধান্ত।
দলের একটি সূত্রে বলা হচ্ছে, অনেক নেতার গাড়ি ছাড়া চলছিলো না। এতে বর্তমান নেতাদের অভ্যাস খারাপ হচ্ছিল। অন্যদিকে দূরে সরে যাওয়া জনগণকে কাঠে টানার ভাবনাও রয়েছে। সেই সব চিন্তা ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের রাজ্যে নেতা তথা জেলাপরিষদের সহ-সভাপতি দেবু টুডু বলেন, তৃণমূল কংগ্রেস রাজ্যের বড় দল হয়েও কোনও সম্পত্তি নাই, কিন্তু সিপিআইএমের একটি জেলা কমিটির কাছে রয়েছে ৬টি গাড়ি। ৩৪ বছর রাজ্যত্বে পাশাপাশি দেশের সবচেয়ে বড় চোর কোম্পানির নাম মার্কসবাদী কমিউনিস্ট পার্টি।

তিনি কটাক্ষ করে বলেছেন, এদের আবার গাড়ি বিক্রি করে রাজনৈতিক কর্মসূচি নিতে হচ্ছে। এটা জনগনকে বোকা বানানো ছাড়া আর কিছুই না। শুধুমাত্র সিপিআইএম জেলা কমিটির যা সম্পত্তি রয়েছে তা কয়েক পুরুষ চলে যাবে, মন্তব্য করেছেন তিনি।

বিজেপির যুব মোর্চার পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বলেছেন, সিপিআইএম বর্তমানে মানুষের কাছ থেকে ছিন্ন, সাইনবোর্ডে পরিণত হয়েছে। মাঠে ময়দানে লড়াইয়ে রয়েছে বিজেপি। গাড়ি বিক্রির নাটক করে মানুষকে বোকা বানানো যাবে না, মন্তব্য করেছেন তিনি।
অন্যদিকে সিপিআইএমের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেছেন, বহু কারণে গাড়ি গুলি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনতেই গাড়ি পুরনো হয়েছে, মেরামতির খরচও বেড়ে যাওয়ায় ব্যয় বহুল হয়ে পরেছে। এত খরচ বহন করা পার্টির পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই জেলা কমিটির পক্ষ থেকে গাড়ি গুলি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
English summary
To reach to the people, East Burdwan district CPIM decides to sell cars
Story first published: Sunday, May 7, 2023, 20:10 [IST]