তৃণমূলে নবজোয়ার আনতে গিয়ে মনখারাপ অভিষেকের, কেন একথা বললেন দিলীপ ঘোষ | বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসে নবজোয়ার আনতে গিয়ে মনখারাপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Advertisement

West Bengal

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News
Advertisement

তৃণমূলে নবজোয়ার আনতে জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ষ। উত্তরবঙ্গ থেকে তিনি সেই যাত্রার সূচনা করেছেন। উত্তরবঙ্গ সফর করে দক্ষিণবঙ্গে পা রাখতেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন তাঁর নবজোয়ার জনসংযোগ যাত্রা নিয়ে।

দিলীপ ঘোষ বলেন, উত্তরবঙ্গের তৃণমূলে নবজোয়ার আনতে গিয়ে জনসংযোগ যাত্রা করে এসে মনখারাপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজারহাট নিউটাউনের রাজারহাট বিষ্ণুপুর বটতলায় রবিবার সকালে চা চক্রে যোগ দিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ একহাত নেন অভিষেককে।

Dilip Ghosh

এই চা চক্রে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির নেতা অরিজিৎ বক্সি, রায়-সহ মণ্ডল সভাপতি ও বিজেপির স্থানীয় নেতারা। এই চা চক্রে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তাঁকে প্রশ্ন করা হয়ছিল, রাহুল গান্ধীর ভার জোড়ো যাত্রার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকে তুলনা করা হচ্ছে। তা কি সঙ্গত।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, জনগণ দেখছেন সব। ওনাদের পার্টির লোকেরা কী করছে, তা আজ স্পষ্ট। পার্টি বলে কিছু নেই, নিয়ম বলে কিছু নেই এই দলটার। তৃণমূলের অন্দরে যে গন্ডগোল চলছে, সেটা প্রমাণ হয়ে গেছে এই নবজোয়ার যাত্রায়। তাই মন খারাপ করে বাড়ি ফিরছেন যুবরাজ।

এদিন বুদ্ধিজীবীদের কটাক্ষ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যাঁরা ভুল বুঝতে পেরেছেন তাঁরা আসছেন। আগামী দিনে আরো আসবেন। কিন্তু এখনো অনেকে আছেন, যাঁরা সেই অন্যায়টা করছেন, সুবিধা নিচ্ছেন, লোককে ভুল বোঝাচ্ছেন। প্লিজ এটা করবেন না।

Dilip Ghosh

মিড ডে মিলের টাকা চুরির অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখান থেকে রিপোর্ট গিয়েছে ১০০ কোটি টাকার মিড ডে মিলের টাকা এদিক ওদিক হয়েছে। কিন্তু সমস্ত হিসাবে সেটা কয়েকশো কোটি টাকার দুর্নীতি ছাপিয়ে যাবে। ১০০ দিনের কাজের টাকা কেন বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার, তা জানতে হবে।

দিলীপ ঘোষ বলেন, সবথেকে বেশি টাকা এখানে আসে। তার কাজ কোথায় হচ্ছে। সাড়ে ১৪ লক্ষ লোকের জব কার্ড নেই। লুঠ হচ্ছে টাকা। সেই জন্যই বন্ধ করা হয়েছে টাকা। কেন্দ্রীয় সরকার হিসাব চাইছে। সেই হিসাব দিতে পারছে না রাজ্যের প্রশাসন। তাই টাকা আটকে পড়ে রয়েছে। হিসেব দিলেই টাকা দিয়ে দেবে কেন্দ্র।

Dilip Ghosh

আর ভোটের আগে বিজেপি সেনা জওয়ানদের নিয়ে রাজনীতি করে বলে যে অভিযোগ তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওনারা পুলিশ সামলান, সেনাদেরকে নিয়ে ভাবতে হবে না। ওনারা তো সেনাদেরকে তোলাবাজ বলেন। আমাদের বহু বীরসেনার প্রাণের বিনিময়ে কাশ্মীর শান্ত হয়েছে।

দিলীপ বলেন, দেশের উগ্রপন্থা শান্ত হয়েছে, যারা প্রাণ দিয়েছেন সরকার তাঁদেরকে সম্মান দিয়েছে। সরকার তাঁদেরর পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে। এমনকী সারা দেশ তাঁদের জন্য কৃতজ্ঞ, যাঁদের বলিদানের জন্য দেশে শান্তি এসেছে। আর তৃণমূল শুধু অসম্মান করে গিয়েছে সেনাদের।

  • দিলীপের গোর্খাল্যান্ড বার্তায় ধাক্কা পাহাড়ে জোট পরিকল্পনায়! কী অবস্থান বিজেপির জোটসঙ্গীদের
  • বিজেপি বঙ্গভঙ্গের পক্ষে নয়, পাহাড়ে গিয়ে দিলীপের উত্তরবঙ্গ-মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
  • ‘আমরা এইসব আবর্জনা চাইনা, দায় আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে’, মুকুল ইস্যুতে উল্টো সুর দিলীপের
  • ‘প্রধানমন্ত্রী বলে দিয়েছেন…’, বিধায়ক জীবনকৃষ্ণের গ্রেফতারি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
  • ‘ভারতের রাজনীতি পাল্টাচ্ছে’, তৃণমূলের সর্বভারতীয় তকমা চ্যূতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের
  • প্রশাসক এমনই হওয়া উচিত, রাজ্যপালের প্রশংসায় দিলীপ! শুভেন্দু অধিকারীর সঙ্গে ‘মতবিরোধ’ প্রকাশ্যে
  • ‘কল্যাণ ঘনিষ্ঠরা মিছিলে কেন’? ছবি ‘ফাঁস’ করে তৃণমূল সাংসদকে তোপ সুকান্ত-দিলীপের
  • হাওড়ার পর এবার হুগলি! রিষড়ায় দিলীপ ঘোষের রামনবমীর মিছিলকে ঘিরে অশান্তি, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
  • কেন CBI-ED তদন্ত নয়? রাজু ঝা-র মৃত্যুর পর তাঁর বিজেপি যোগ নিয়ে কৈলাশ-দিলীপকে নিশানা বাবুলের
  • বিজেপিতে যোগ দেওয়া নেতা রাজু ঝায়ের খুন, গর্জে উঠে তৃণমূলকে নিশানা দিলীপের
  • ‘রাহুলের পরিণতি হবে মমতার, নতুন মুখ্যমন্ত্রীর নাম বেছে রাখুন’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
  • আদালতে পার্থর মুখে শুভেন্দুর নাম, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী কী বিস্ফোরক অভিযোগ করলেন?

English summary

Dilip Ghosh takes on Abhishek Banerjee about TMC’s Nabo Joar campaign

Story first published: Sunday, May 7, 2023, 14:39 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।