গোড়ামহলে বাড়িতেই লুকিয়ে ছিলেন, পুলিশের তল্লাশিতে ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও এক | ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও ১

Advertisement

Midnapore

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও এক জন। এই নিয়ে চারজনকে গ্রেফতার করা হল। নিজের বাড়িতেই লুকিয়ে ছিলেন অভিযুক্ত । ধৃতের নাম সুব্রত মণ্ডল। নিজের বাড়িতেই লুকিয়ে ছিলেন তিনি। যদিও অভিযুক্তকে তৃণমূল কংগ্রেস কর্মী মানতে নারাজ।

ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। স্ত্রী এবং ছেলের সামনে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল ময়নাষ পথ অবরোধ থেকে শুরু করে বনধ। প্রতিবাদে কোনও রকম খামতি রাখেনি বিজেপি।

ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও এক

রাজ্যের বিরোধী দলনেতা শুেভন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি বিধায়ক অশোক দিন্দা পর্যন্ত পথে নেমে অবরোধে সামিল হয়েছিলেন। বনধের দিন বাইকে করে পিকেটিং পর্যন্ত করেছেন তিনি। পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়েছেন অশোক দিন্দা।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছিলেন। তিনি ময়নায় প্রতিবাদে সামিল হয়ে বলেছিলেন এর শেষ দেখে ছাড়বেন। আদালতে এই নিয়ে জনস্বার্থ মামলা পর্যন্ত দায়ে করেছে বিজেপি। তারপরেই ময়নায় একের পর এক গ্রেফতারি শুরু হয়। প্রথমেই দুই তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে চারজনকে গ্রেফতার করা হল।

আদালতের নির্দেশে ময়নায় মৃত বিজেপি নেতার দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে। কলকাতায় দেহ নিয়ে এসে সেনা হাসপাতালে ময়নাতদন্ত করানো হয়। তারপরে আবার গ্রামে নিয়ে যাওয়া হয় দেহ। সেখানেই দেহ সৎকার করা হয়। ময়নায় মত বিজেপি নেতার পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক শুভেন্দু অধিকারী।

ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও এক

কেউ লুকিয়ে ছিলেন মেয়ের বাড়ি, কেউ আবার লুকিয়েছিলেন ইট ভাটায়। সেখান থেকেই তাঁদের খুঁজে বের করেছে ময়না থানার পুলিশ। বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে অপরহরণ ও খুনের ঘটনায় গ্রেফতারির তালিকায় যুক্ত হলেন আরও এক ব্যক্তি। এই নিয়ে মোট চারজন গ্রেফতার হয়েছে। ধৃতের নাম সুব্রত মণ্ডল। এলাকাবাসী ধৃতকে তৃণমূল কর্মী বললেও তা মানতে নারাজ শাসকদলের জেলা নেতৃত্ব।

পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি গোড়ামহল এলাকায়। অভিযুক্তকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করেছে পুলিশ। এ দিকে, গতকাল তল্লাশি চালিয়ে এই এলাকা থেকেই অন্য দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। লাগাতার তল্লাশি চালাতেই গ্রেফতার হন সুব্রত। ধৃত তিনজনের স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের তমলুক কোর্টে নিয়ে যাওয়া হয়েছে।

বিজেপি নেতা খুনের ঘটনায় মোট ৩৪ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল ময়না থানায়। তাতে ২৬ নম্বরে নাম ছিল ধৃতের। বুধবার রাতে মেয়ের বাড়ি বলাপণ্ডা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শনিবার গোড়ামহল এলাকা থেকে গ্রেফতার করা হয় সুজয় মণ্ডল ও মিলন ভৌমিক নামে আরও দুজনকে।

English summary

One more arrested moyna

Story first published: Sunday, May 7, 2023, 16:24 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।