Zeenat Aman meets Uorfi Javed: উরফির দিকে এ কেমন দৃষ্টি জিনাতের, পোশাক নিয়ে কি খুশি নন? ভাইরাল হল ছবি

Advertisement

দিল্লিতে নতুন স্টোর খুলেছেন ফ্যাশন ডিজাইনার অমিত আগরওয়াল। শুক্রবার স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের অনেক তারকা ব্যক্তিত্ব। তাঁদের একজন ছিলেন প্রবীণ অভিনেত্রী জিনাত আমন। যোগ দিয়েছেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব উরফি জাভেদ।

ইভেন্ট থেকে জিনাত আমন এবং উরফির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়ো দেখে নেটিজেনের হাতে চরম ট্রোল হয়েছেন উরফি। কোনও কোনও নেটিজেনের মন্তব্য, জিনাত ‘উপর থেকে নীচের দিকে তাকিয়ে ছিল’ উরফির। দুজনেক এক ফ্রেমে দেখে অবাক একাংশ ভক্তরা।

ফ্যাশন-ভিত্তিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডায়েট সব্য শনিবার ইনস্টাগ্রামে জিনাত এবং উরফির একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, ‘কোনও ক্যাপশন দিন। অমিত আগরওয়ালের ইভেন্টে একসঙ্গে জিনাত এবং উরফি’। পোস্টে এক নেটিজেনের মন্তব্য, ‘এসব দেখে জিনাতকে অপ্রস্তুত লাগছে…’। আরও একজন বলেছেন, ‘জিনাত ফিরে গিয়ে বাচ্চাদের উরফি সম্পর্কে জিজ্ঞাসা করছেন’। কেউ লিখেছেন, ‘উরফি তোমায় বলছি, তোমার পোশাকের অনুপ্রেরণা রাম তেরি গঙ্গা মেলি (জিনাতের ১৯৮৫ সালের সিনেমা) থেকে’।

আরও পড়ুন: অমিতাভ থেকে নাসিরুদ্দিন, মেয়ের বয়সি অভিনেত্রীদের সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ হয়েছেন এঁরা

অদ্ভুত ফ্য়াশন সেন্সের জন্য পরিচিত জিনাত। কেউ কেউ ভিডিয়োতে জিনাতের অভিব্যক্তি নিয়েও কৌতুক করেছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘জিনাত জি ওর দিকে ওপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে দেখছেন’। আরও একজন বলেছেন, ‘জিনাত ছাড়া আর কেউ উরফিকে এভাবে দেখছে না’। মেট গালা কার্পেটে গায়িকা দোজা ক্যাটের সাম্প্রতিক সাক্ষাত্কারের দিকেও ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন এক নেটিজেন। যেখানে ‘মিউ’ দিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন দোজা ক্যাট। কমেন্টে লেখেন, ‘জিনাতের মন্তব্য মিউ মিউ মিউ’।

সত্তরে দশকে বলিউডে রাজত্ব করেছেন অভিনেত্রী জিনাত আমন। তাঁর রূপের জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল। মাত্র ১৯ বছর বয়সে মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালের তাজ উঠেছিল জিনাতের মাথায়। প্রথম ভারতীয় হিসেবে জিনাতই ছিলেন যিনি মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালের জয়ী ছিলেন।

একাধিক খেতাব জয়ের পর বলিউড থেকে একগুচ্ছ সিনেমার অফার এসেছিল জিনাতের হাতে। দেব আনন্দের বিপরীতে বলিউড ছবিতে আত্মপ্রকাশ করেন তিনি। ছবির নাম ‘দ্য ইভিল উইদ-ইন’। পরিচালনা করেছিলেন ল্যাম্বার্তো ভি. অ্যাভেলানা।

ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জিনাতের ছোট যোগ ছিল। তিনি ছিলেন আমানুল্লাহ খানের মেয়ে, যাঁর ছদ্মনাম ‘আমন’, তিনি মুঘল-ই-আজম ছবির অন্যতম চিত্রনাট্যকার ছিলেন। ফেব্রুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় যোগ দিয়েছেন জিনাত আমন। দীর্ঘদিন ধরে নিজেকে সরিয়ে রেখেছিলেন সোশ্যাল মিডিয়ায় থেকে। ভারতের অন্যতম সাহসী, বোল্ড, সুন্দরী এবং অবশ্যই প্রতিভাবান অভিনেত্রীদের একজন হলেন জিনাত।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।