Sonali Guha: DA দিতে না পারলে মমতাকে বাংলাছাড়া করার ডাক সোনালি গুহর

Advertisement

DA আন্দোলনকারীদের মহা মিছিলের পর অনুষ্ঠিত সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাছাড়া করার ডাক দিলেন একদা তাঁরই ছায়াসঙ্গী সোনালি গুহ। শনিবার তিনি বলেন, DA দিতে না পারলে বাংলা ছেড়ে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সোনালিদেবী বলেন, বাম জমানায় এই সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলেছিলেন, কেন্দ্রের হারে DA দেওয়া না হলে এই সরকারের থাকার দরকার নেই। তাহলে সেই কথাটা মনে করে এখন কেন্দ্রের হারে DAটা দিয়ে দিন। আর না দিতে পারলে আপনি দয়া করে পশ্চিমবঙ্গ থেকে চলে যান’।

মমতার স্লোগান দিয়েই মমতাকে আক্রমণ করে সোনালি বলেন, ‘কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না তা হবে না। এই স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। তাই আমরা বলছি, শুধু দিদি খাবে আর তোমার ভাইপো খাবে তা হবে না। আমরা তা হতে দেব না। রাজ্য সরকারি কর্মচারীদেরও খেতে দিতে হবে’।

প্রায় ২ বছর রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেন সোনালি গুহ। আর শনিবারই শুভেন্দু অধিকারীর সঙ্গে DA মঞ্চে আবির্ভাব হয় তাঁর। বিজেপি সূত্রে খবর, রাজনীতিতে ফের সক্রিয় হতে চাইছেন সোনালি। তৃণমূলে কলকে না পেয়ে তাই বিজেপির দ্বারস্থ হয়েছেন তিনি। আর ময়দানে নেমেই বোমা ফাটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেছেন। বলেছেন, ‘অভিষেক আমার লেভেলের না’। এমনকী অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেও সরব হয়েছেন তিনি। ওদিকে অতীত অভিজ্ঞতা থেকে সোনালিকে নিয়ে ভেবে পা ফেলতে চাইছে বিজেপি।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।