Jawan New Release Date: অপেক্ষা বাড়ল! সেপ্টেম্বর মাসের এই দিনে মুক্তি পাবে ‘জওয়ান’, ঘোষণা শাহরুখের

Advertisement

অপেক্ষা বাড়ালেন শাহরুখ খান! জল্পনা চলছিল অনেকদিন ধরেই, অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেললেন কিং খান। ২রা জুন নির্দিষ্ট ছিল ‘জওয়ান’ মুক্তির তারিখ, তবে শাহরুখ এদিন জানিয়ে দিলেন তিন মাস পিছিয়ে ৭ই সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’।

চলতি বছর বক্স অফিসে শাহরুখের দ্বিতীয় রিলিজ দক্ষিণী পরিচালক অ্যাটলি-র এই ছবি। বছরের শুরুতেই ‘পাঠান’-এর সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন শাহরুখ। ফের একবার অ্যাকশন হিরোর অবতারে বাদশাকে দেখতে মুখিয়ে রয়েছে ভক্তরা। ছবির নতুন টিজার পোস্টারও এদিন প্রকাশ্যে আনলেন সুপারস্টার। হাড়হিম করা সেই টিজার পোস্টারে দেখা গেল পাহাড়ের উপর থেকে বল্লমের মতো অস্ত্র হাতে শূন্যে ঝাঁপ দিচ্ছেন ‘জওয়ান’, মুখ মুখোশে ঢাকা।

দিন কয়েক আগেও শোনা গিয়েছিল ছবির ট্রেলার তৈরি, এবং নির্ধারিত দিনেই (২রা জুন) ছবির মুক্তির জন্য তৈরি রয়েছেন নির্মাতারা। মাঝে এমনটাই শোনা যায় ছবির পোস্ট প্রোডাকশনের কাজ এখনও শেষ হয়নি। ভিএফএক্সের কাজে সময় লাগবে, কোনওরকম তাড়াহুড়ো চাইছেন শাহরুখ। তাই পিছোতে পারে ছবির মুক্তি। অবশেষে আনুষ্ঠানিকভাবে জানানো হল ‘জওয়ান’ মুক্তির নয়া তারিখ। তবে সূত্রের খব শাহরুখের নির্দেশেই পিছিয়েছে ছবির রিলিজ ডেট। ছবির প্রোমোশন আর মার্কেটিং-এর জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন, মনে করেছেন বাদশা। ‘জওয়ান’-এ শাহরুখ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। ছবিতে ক্যামিও চরিত্রে থাকছেন আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোনরা। 

দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরেই প্যান ইন্ডিয়ার দর্শকের কাছে পৌঁছে যেতে চাইছেন বাদশা। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ‘জওয়ান’। ছবিতে ডবল রোলে থাকছেন শাহরুখ। খবর, একই সঙ্গে বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে ষাট ছুঁইছুঁই নায়ককে। ব্যান্ডেজ জড়ানো দগদগে চেহারাতেই শাহরুখের ফার্স্ট লুক ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে অনুরাগীদের মনে, ছবির নতুন পোস্টারও শিহরণ জাগালো ভক্তদের মনে। অ্যাকশনের নিরিখে নাকি ‘পাঠান’কেও ছাপিয়ে যাবে ‘জওয়ান’, এমনটাই চর্চায়। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন গৌরী খান। 

‘পাঠান’ বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা হাঁকিয়েছে। তাই ‘জওয়ান’ নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে শাহরুখ। চার বছর রুপোলি পর্দা থেকে দূরে থাকার পর ২০২৩ সাল জুড়ে বক্স অফিসে শুধু শাহরুখ ঝড়। ‘জওয়ান’ ছাড়াও এই বছরই মুক্তি পাওয়ার কথা শাহরুখের ‘ডাঙ্কি’। রাজ কুমার হিরানির এই ছবির মুক্তির দিন নির্দিষ্ট রয়েছে ক্রিসমাসে।  

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।