IPL 2023: KKR আমাদের হারায়নি, আমরা হেরেছি- নাইটদের হেলাফেলা করলেন SRH কোচ লারা – IPL 2023: KKR didn’t beat us, we lost the game

Advertisement

সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) কোচ ব্রায়ান লারা মনে করেন. পাওয়ারপ্লে-তে উইকেট হারানোর কারণেই বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে হারতে হয়েছে তাঁর দলকে।

কেকেআরের কাছে পাঁচ রানে পরাজয়ের পর লারা স্বীকার করে নেন যে, তিনি প্রোটিয়া তারকা হেনরিখ ক্লাসেনের উপর অনেক বেশি দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। যেটি তাঁর জন্য অনেক কঠিন কাজ হয়ে যাচ্ছে। নাইটদের বিরুদ্ধে ২০ বলে ৩৬ করে আউট হন ক্লাসেন।

আরও পড়ুন: WTC Final-এ স্ট্যান্ডবাই হিসেবে ঋদ্ধি নন,ডাক পেতে পারেন টেস্টের ১ ইনিংস খেলা সূর্য

ম্যাচ পরবর্তী সম্মেলনের সময় ব্রায়ান বলেন, ‘আমরা বাজে ভাবে উইকেট হারাতে থাকি, যেটা সব সময়েই বড় ধাক্কা। এতে পিছিয়ে পড়ে দলগুলি। হেনরিখ ক্লাসেন বেশ ভালো খেলছে। কিন্তু ওর উপর বড্ড চাপ পড়ে যাচ্ছে। ও ছয় নম্বরে ব্যাট করতে আসে। কিন্তু তার আগেও তো পাঁচ জন ব্যাটসম্যান রয়েছে। প্রতি ম্যাচে ক্লাসেন জেতাবে, এটা ভাবাও ঠিক নয়।। তার আগে আমরা পাঁচ জন মানসম্পন্ন খেলোয়াড় পেয়েছি। এটি ওর জন্য একটি কঠিন কাজ ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের অংশীদারিত্বের উপর একটু বেশি গুরুত্ব দিতে হবে এবং কিছুটা ম্যাচ সচেতনতা হতে হবে।’

আরও পড়ুন: ODI WC- ফাইনাল ছাড়া ভারত-পাক ম্যাচ পেতে পারে আমদাবাদ, ইডেনের ভাগ্যে কী জুটছে?

লারা কেকেআরের স্পিন জুটি বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের প্রশংসাও করেছেন এবং বলেছেন যে, তাঁরা বিশ্বমানের বোলার। তবে তিনি এও উল্লেখ করেছেন, এমন ভয়াবহও স্পিন নয় যা, হায়দরাবাদের ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে। তাঁর দাবি, ‘সুনীল নারিন, বরুণ চক্রবর্তী বিশ্বমানের স্পিনার। তবে আমরা স্পিনের বিরুদ্ধে দুর্বল নই। দু’টি উইকেট পরপর পড়ে যাওয়ায় আমরা পিছিয়ে পড়লাম। আমি বলব না এটা স্পিনের প্রতি দুর্বলতা। আমি বিশ্বাস করি, আমাদের জেতা ম্যাচ ছিল। খেলাটা আমাদের হাতেই ছিল। তাই কেকেআর আমাদের হারায়নি, আমরা নিজেরা হেরেছি।’

ম্যাচটি জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল হায়দরাবাদ। শেষ ওভারে মাত্র ৯ রান প্রয়োজন ছিল। কিন্তু সেটাই তুলতে পারেনি তারা। একের পর এক উইকেট হারিয়ে নিজেরাই চাপে পড়ে যায়। লারা বলেছেন, ‘মার্করাম (এডেন) এবং ক্লাসেন (হেনরিখ) খুব ভালো জুটি গড়েছিল। ওদের হাত ধরে আমরা খেলায় ফিরেও এসেছিলাম। কিন্তু তার পর আমরা ম্যাচের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে আরও কয়েকটি উইকেট হারিয়ে বসে থাকি।’

কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৭১ রান করে। ১৭২ তাড়া করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে হায়দরাবাদ। ৫ রানে ম্য়াচটি জেতে নাইটরা।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।