রান তাড়া করে সবথেকে বড় ব্যবধানে জয়, IPL 2023-তে জয়ের নজির GT-র

Advertisement

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে শুক্রবারের লড়াইটা ছিল গতবারের রানার্স আপ বনাম গতবারের চ্যাম্পিয়নের। সেই লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিরুদ্ধে বিরাট ব্যবধানে ম্যাচ হারতে হল গতবারের রানার্স আপ রাজস্থান রয়্যালসকে। রাজস্থানকে একপেশে ম্যাচে রীতিমতো গুড়িয়ে দিল হার্দিক পান্ডিয়ারা। আর এই ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার শীর্ষে চলে গেল গুজরাট। পাশাপাশি গড়ে ফেলল এক নয়া নজিরও।

জয়পুরে এদিনের ম্যাচে চলতি মরশুমে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে সর্বাধিক ব্যবধানে জয়ের নজির গুজরাটের। এদিনের ম্যাচে রাজস্থানের ডেরায় দিয়ে তাদেরকে হারিয়ে দিল গুজরাট। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে এদিন ৯ উইকেটে ব্যবধানের ম্যাচ জিতে চলতি মরশুমে সর্বাধিক ব্যবধানে জয়ের নজির গড়ল হার্দিক বাহিনী।এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাঙ্গালোরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মু্ম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি। যেখানে বিরাট কোহলির আরসিবি ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছিল মু্ম্বইকে। তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদে হওয়া সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি। যেখানে হায়দরাবাদের কাছে আট উইকেটে হারতে হয়েছিল পঞ্জাবকে।

এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে ১১৮ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। দলের হয়ে সর্বোচ্চ ২০ বলে ৩০ রান করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। গত ম্যাচের শতরানকারী যশস্বী জয়সওয়াল এদিন মাত্র ১৪ রানে আউট হয়ে যান। জস বাটলারও করেন মাত্র ৮ রান। এছাড়া ট্রেন্ট বোল্ট ১৫ এবং দেবদূত পাডিক্কাল ১২ রান করেন। তাছাড়া কোনও ব্যাটার বলার মতন রান পাননি। রশিদ খান ১৪ রান দিয়ে নেন তিনটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৬.১ ওভার অর্থাৎ ৩৭ বল বাকি থাকতেই বিরাট ব্যবধানে জয় পায় গুজরাট। ওপেনার ঋদ্ধিমান সাহা ৪১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ৩৯ রানে। অপর ওপেনার শুভমন গিল ৩৬ রান করে আউট হন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।