অধীর-সেলিমরা মোদী-শাহের বিরুদ্ধে নন! মুর্শিদাবাদের সভা থেকে একযোগে BJP-CONG-CPIMকে নিশানা অভিষেকের | অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ রানিনগর সভা বিজেপি, কংগ্রেস সিপিআইএম নিশানা

Advertisement

Nadia Murshidabad

oi-Dibyendu Saha

Google Oneindia Bengali News

জেলায় জেলায় দলের নব জোয়ার কর্মসূচি। এদিন সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মুর্শিদাবাদের রানিনগরে সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি একইসঙ্গে বিজেপি, কংগ্রেস ও সিপিআইএমকে নিশানা করেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বিজেপি ভাইরাস হলে, ভ্যাকসিন হল তৃণমূল কংগ্রেস। তিনি দাবি করেন বিজেপি নামক ভাইরাসকে মারতে পারে একমাত্র তৃণমূলই। অভিষেকের দাবি, তৃণমূল একমাত্র দল যে বিজেপি’র বিরুদ্ধে লড়তে পিছু পা হয় নি। এদিন বিরোধী দুনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

রানিনগরের শেখপাড়ায় জনসভা থেকে বিজেপি, কংগ্রেসকে কার্যত একযোগে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেকের অভিযোগ, একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। দাবি আদায়ে দিল্লি অভিযানের হুঁশিয়ারিও দেন অভিষেক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, রাজ্যের দাবি নিয়ে সরব নয় কংগ্রেস, বামেরা। সমাবেশ থেকে নাম করেই অভিষেক আক্রমণ করেছেন অধীর চৌধুরীকেও। অভিষেক প্রশ্ন তোলেন , মুর্শিদাবাদে কতো লোক ১০০ দিনের কাজে যুক্ত, তাঁদের টাকা বন্ধ করে দিয়েছে। কংগ্রেস একটা চিঠি পর্যন্ত লেখেছি একশ দিনের কাজ নিয়ে ?

তিনি বলেন, অধীর চৌধুরী বা কংগ্রেসের কোন নেতা একটা চিঠি প্রধানমন্ত্রীকে লেখেননি। অভিষেক অভিযোগ করেন বাংলার পাওনা নিয়ে সরব হননি তিনি। অভিষেক আরও অভিযোগ করেন, অধীর চৌধুরী-মহঃ সেলিমরা নরেন্দ্র মোদী-অমিত শাহদের বিরুদ্ধে সরব হননি। তিনি বিজেপি-কংগ্রেস-সিপিআইএমের গোপন আঁতাতের অভিযোগ করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সাগরদিঘি হওয়ার পর বিজেপি নতুন করে অক্সিজেন পেয়েছে। বিজেপির বিরুদ্ধে সাগরদিঘির পরে রামনবমীতে হিংসা ছড়ানোর অভিযোগ করেছেন। পাশাপাশি মুসলিম প্রধান এই জেলায় এনআরসি নিয়েও সরব হয়ে বলেছেন বিজেপি বিষয়টি নিয়ে ফের তোড়জোড় শুরু করেছে।

এদিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকে বার্তা দেন। তিনি বলেন, রাজ্য সরকার সাগরদিঘির উন্নয়ন চায়। কাজ করতে কোনও সমস্যা হলে বায়রন বিশ্বাস মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। এব্যাপারে অনেকেই মনে করছেন, তৃণমূল এই মুহূর্তে বায়রন বিশ্বাসকে কাছে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগেই বলেছিলেন, সাগরদিঘিতে কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া। অভিষেক বলেন, সিপিআইএম-কংগ্রেস শুধু তৃণমূলকে নিশানা করে, বিজেপির বিরুদ্ধে কিছু বলে না। তৃণমূল যেতদিন আছে, ততদিন বিজেপিকে এক ছটাও জমি ছাড়া হবে না বলে জানিয়ে দেন।

English summary

Abhishek Banerjee targets BJP-CONG-CPIM from his Murshidabad Raninagar meeting

Story first published: Saturday, May 6, 2023, 18:48 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।