Swastika Mukherjee: কাজল কালো চোখে উদাস দৃষ্টি, কনের সাজে সেজে স্বস্তিকার প্রশ্ন ‘বর কোথায়?’

Advertisement

পরনে লাল বেনারসি, গলায় ভারি সোনার গয়না, সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে চন্দনের টিপ, ঠোঁটে লিপস্টিক, আর কাজল কালো চোখ। মাথার খোলা ঢেউ খেলানো চুলে লাগানো টোপর, এভাবে বিয়ের সাজে সাজলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কনের আলতা রাঙা হাতে লক্ষ্মীর ঝাঁপি, নববধূর সাজে বর আসার প্রতিক্ষায় অভিনেত্রী। কিন্তু বর কোথায়?

সোশ্যাল মিডিয়ায় সাবেকি বাঙালি কনের সাজে সেজে নিজেই প্রশ্ন তুলে দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ক্যাপশানে লিখেছেন, ‘বর কোথায়?’ আসল কথা হল তিনি ফটোশ্যুট করেছেন। আর সেকারণেই সেজেছেন বাঙালি কনের সাজে। আর ব্যাকগ্রাউন্ডে বেজেছে ‘অপ্সরা আলি’ গানটি।

আরও পড়ুন-সামনে সেস্ক ফ্যাব্রেগাস প্যাট্রিক ভিয়েরা, জিমি ফ্লয়েড, আবেগতাড়িত রণবীর সিং…নেটনাগরিকরা বলছেন…

আরও পড়ুন-‘নিজের নয়, শাম্মী কাপুরের প্রথমপক্ষের সন্তানদেরই বড় করব, এই সিদ্ধান্ত ছিল একান্তই আমার…’

স্বস্তিকার ফটোশ্যুটের এই ভিডিয়োর নিচে নেটনাগরিকদের কমেন্টের বন্য বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘বর তো বর্বর! না এলেই ভালো! তাহলে কি সাজবো না!!’ স্বস্তিকার রূপে মুগ্ধ একজন লিখেছেন, ‘অপ্সরা আলি গানটি যেন আপনার জন্যই লেখা হয়েছে। আপনি ফটোজেনিক নিজের মুখের সম্পূর্ণ ন্যায়বিচার করেছেন। পরের জন্ম আপনার মতো সুন্দরি হতে চাই।’ আরও অনেকেই স্বস্তিকার এই ফটোশ্যুটের প্রশংসা করেছেন, ভালোবাসা জানিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বলেছেন, নিজের জীবন নিয়ে তাঁর কোনও আফসোস নেই। বলেছেন, ‘যখন ভাবি বিয়েটা হয়ত না করতেও পারতাম, তখন ভাবি, তাহলে তো আমার সঙ্গে অন্বেষা থাকত না।’ প্রসঙ্গত, অভিনয় জীবন ও একমাত্র মেয়ে অন্বেষার সঙ্গে সুন্দর জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। এই মুহূর্তে তাঁর মেয়ে ছুটিতে তাঁর সঙ্গে কলকাতাতেই রয়েছেন। কিছুদিন আগেই মেয়ের সঙ্গে কাটানোর বেশকিছু ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। পাশাপাশি কলকাতা ও মুম্বই, দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।