SRH vs KKR Live: শূন্য রানে আউট গুরবাজ, কেকেআরের ওপেনিং জুটি ভাঙলেন জানসেন

Advertisement

টসের সময় দুই ক্যাপ্টেন। ছবি- বিসিসিআই।
Advertisement

লাইভ আপডেটস

Abhisake Koley

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders IPL 2023 Live Score: ইডেনে প্রথম লেগের হাই-স্কোরিং ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে।

উপ্পলে সম্মুখসমরে নামার আগে আইপিএল ২০২৩-র লিগ টেবিলে কেকেআর ও সানরাইজার্স, উভয় দলেরই সংগ্রহ ৬ পয়েন্ট করে। যদিও কলকাতার থেকে এক ম্যাচ কম খেলেছে হায়দরাবাদ। দু’দলই আপাতত পয়েন্ট টেবিলের একেবারে নীচের সারিতে অবস্থান করছে। যদিও দু’দলের সামনে প্লে-অফের দরজা বন্ধ হয়ে যায়নি মোটেও। বরং এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে পরপর জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা খোলা রয়েছে নীতীশ রানা ও এডেন মার্করামদের সামনে। কেকেআর অবশ্য সানরাইজার্সের কাছে ফিরতি লেগ ম্য়াচে হেরে বসলে বিপদে পড়তে পারে। সেক্ষেত্রে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় ঘণ্টা বেজে যেতে পারে। এখন দেখার যে, সানরাইজার্সকে হারিয়ে প্লে-অফের দৌড়ে অক্সিজেন সংগ্রহ করে নিতে পারে কিনা কলকাতা।

04 May 2023, 07:36:46 PM IST

রহমানউল্লাহ গুরবাজ আউট

দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই রহমানউল্লাহ গুরবাজের উইকেট তুলে নিলেন মারকো জানসেন।

04 May 2023, 07:34:49 PM IST

জেসনের জোড়া বাউন্ডারিতে ম্যাচ শুরু

রহমানউল্লাহকে নিয়ে ওপেন করতে নামেন জেসন রয়। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় ও চতুর্থ বলে জোড়া বাউন্ডারি মারেন জেসন রয়। প্রথম ওভারে ১৩ রান ওঠে।

04 May 2023, 07:27:48 PM IST

দু’দলের পরিবর্ত ক্রিকেটার

কেকেআর- সুয়াশ শর্মা, অনুকূল রায়, নারায়ন জগদীশান, লকি ফার্গুসন ও কুলবন্ত খেজরোলিয়া।

হায়দরাবাদ- রাহুল ত্রিপাঠী, বিব্রান্ত শর্মা, গ্লেন ফিলিপস, নীতীশ রেড্ডি ও সনভীর সিং।

04 May 2023, 07:25:18 PM IST

হায়দরাবাদের প্রথম একাদশ

মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, এডেন মার্করাম (ক্যাপ্টেন), এনরিখ ক্লাসেন (উইকেটকিপার), হ্যারি ব্রুক, আব্দুল সামাদ, মারকো জানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, ভুবনেশ্বর কুমার, কার্তিক ত্যাগী ও টি নটরাজন।

04 May 2023, 07:22:47 PM IST

কেকেআরের প্রথম একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), জেসন রয়, বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, বৈভব আরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

04 May 2023, 07:06:56 PM IST

দলে ফিরলেন জেসন রয়

চোট সারিয়ে দলে ফিরলেন জেসন রয়। তাঁকে জায়গা ছেড়ে দিতে হল ডেভিড ওয়াইজকে। সুতরাং, প্রত্যাশা মতোই কলকাতা চার বিদেশির কোটায় মাঠে নামায় রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়, সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে। এই ম্যাচে বাদ পড়েন নারায়ণ জগদীশানও। তাঁর জায়গায় বৈভব আরোরাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় কেকেআর।

04 May 2023, 07:03:14 PM IST

টস জিতল কেকেআর

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২৩-র গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল কেকেআর। টস জিতে নীতীশ রানা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ঘরের মাঠে রান তাড়া করবে সানরাইজার্স।

04 May 2023, 06:45:53 PM IST

উমেশকে ছাড়াই মাঠে নামতে পারে কলকাতা

উমেশ যাদবের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। সুতরাং, হায়দরাবাদে তাঁকে ছাড়াই মাঠে নামতে পারে কলকাতা। শার্দুল ঠাকুর অবশ্য পুরোপুরি ফিট। তাঁর মাঠে নামতে অসুবিধা হওয়ার কথা নয়।

04 May 2023, 06:35:10 PM IST

আজ কি বিদেশি ওপেনিং জুটিতে আস্থা রাখবে কেকেআর?

জেসন রয়ের চোট সেরে উঠলে তাঁকে এই ম্যাচে রহমানউল্লাহর সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন ডেভিড ওয়াইজ। কলকাতার চার বিদেশি হতে পারেন জেসন, রহমানউল্লাহ, নারিন ও রাসেল।

04 May 2023, 06:18:45 PM IST

উপ্পলে সাহায্য পেতে পারেন পেসাররাও

এমনিতে চলতি মরশুমে উপ্পলের পিচে স্পিনারার তুলনায় সাফল্য পেয়েছেন বেশি। তবে গত কয়েকদিনের বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার জন্য বৃহস্পতিবার বাইশগজ থেকে পেসাররাও সাহায্য পেতে পারেন। সুতরাং, সানরাইজার্সের আগুনে পেস আক্রমণ থেকে কলকাতার ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে।

04 May 2023, 05:40:48 PM IST

প্রথম লেগের ফলাফল 

ইডেনে প্রথম লেগের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। হ্যারি ব্রুকের অপরাজিত ১০০ ও এডেন মার্করামের ৫০ রানের অনবদ্য ইনিংসের সুবাদে সানরাইজার্স ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২২৮ রান তোলে। ২২ রানে ৩টি উইকেট নেন আন্দ্রে রাসেল। পালটা ব্যাট করতে নেমে কেকেআর ২০ ওভারে আটকে যায় ৭ উইকেটে ২০৫ রানে। ২৩ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে হায়দরাবাদ। নীতীশ রানা ৭৫ ও রিঙ্কু সিং ৫৮ রান করেন। মারকো জানসেন ও মায়াঙ্ক মার্কান্ডে ২টি করে উইকেট নেন।

বন্ধ করুন

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।