Parineeti-Raghav: এবার ডেটিং হল আইপিএলের মাঠে! রাঘবের পাশে পরিণীতিকে দেখেই স্টেডিয়ামে উঠল ‘ভাবি’ রব

Advertisement

আম আদমি পার্টি (AAP)-র নেতা রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতি চোপড়ার মুম্বইতে প্রথম ডিনার ডেটের পর থেকেই তাঁদের নিয়ে উত্তেজনা চরমে। এর মধ্যে রাঘব যেমন মায়ানগরী থেকে ঘুরে গিয়েছেন, তেমনই আবার পরিণীতিও গিয়েছিলেন রাঘবের বাসভবন দিল্লিতে। বুধবার রাতে ফের ডেটে গেলেন এই তারকা জুটি। তবে এবারের ডেট কোনও রেস্তোরাঁর আলো-আঁধারে নয়, বরং ভরা স্টেডিয়ামে। ‘চর্চিত প্রেমিকা’কে সঙ্গে নিয়ে আইপিএলের ম্যাচ দেখলেন রাঘব। 

বুধবার মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল ২০২৩ ম্যাচ দেখতে দেখতে এসেছিলেন তাঁরা। স্টেডিয়াম থেকে তাদের ছবি আপাতত ভাইরাল সোশ্যালে। দুজনেই এদিন এসেছিলেন কালো পোশাকে। এর আগেও তাঁদের একই রঙের পোশাকে টুইনিং করতে দেখা গিয়েছে। 

একটি ভিডিয়ো অনলাইনে খুব ভাইরাল হয় যেখানে স্টেডিয়ামে দুজনকে একসঙ্গে দেখে খেলা দেখতে আসা জনতা উত্তেজিত হয়ে পড়ে। চিৎকার করে তাঁরা পরিণীতি ‘ভাবি’ বলে ডাকতে শুরু করেন। আর তা শুনে অভিনেত্রীর লাজুক হাসি আর গাল লাল হয়ে যাওয়াও চোখ এড়ায়নি। আরও পড়ুন: ‘ঘরের টাকা ঘরেই ঢুকছে!’, দেব ব্যোমকেশের সত্যবতী সেই রুক্মিণীই, চটল নেটিজেনরা

আপাতত খবর বলছে, ১৩ মে বাগদান সারবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। দিল্লিতে হবে সেই শুভকাজ। আর বিয়ে হবে অক্টোবরে। শোনা যাচ্ছে তুতো বোনের বিয়েতে যোগ দিতে পারেন প্রিয়াঙ্কা চোপড়াও। কারণ, জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে ভারতে থাকবেন প্রিয়াঙ্কা তখন। 

এপ্রিলে যখন সিডাটেলে-র প্রচারে ভারতে এলেন প্রিয়াঙ্কা নিক আর মালতীকে সঙ্গে নিয়ে তখন রটে যায় যে দিদি আসতেই বাগদান করে ফেলেছেন পরিণীতি লুকিয়ে। তবে এখন শোনা যাচ্ছে তা হবে চলতি মাসের ১৩ তারিখে। 

পরিণীতি এবং রাঘব লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনার সময় থেকেই নাকি একে-অপরকে চিনতেন। তবে সেই সময় প্রেম ছিল না। একে-অপরের বন্ধু ছিলেন শুধু। প্রেমটা হয়েছে সম্প্রতিই। তবে ইশকজাদে নায়িকা অবশ্য সম্পর্ক নিয়ে এখনও রা কাটেননি। আর রাঘবকে প্রশ্ন করা হলে সলজ্জ জবাব ছিল, ‘পরিণীতি নয়, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।