West Bengal
oi-Bahni Sanyal Dutta

বঙ্গোপসাগরে ঘনূভূত হচ্ছে নতুন এক ঘূর্ণাবর্ত। ৬ তারিখ থেকে সেটি ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে। এরই মধ্যে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় মোকা কোথায় আছড়ে পড়বে তা নিয়ে আইএমডির পক্ষ থেকে নতুন সম্ভাবনার কথা জানানো হয়েছে।
ঘূর্ণিঝড় মোখা পূর্ব ভারতের উপকূলে আছড়ে পড়বে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই সময় পূর্বভারতীর উপকূলবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশাকে সতর্কও করেছে আইএমডি। ১১-১২ মে এই ঘূর্ণিঝড়টি শক্তিবাড়িয়ে ভূমির দিকে এগিয়ে আসতে শুরু করবে। এমনই সতর্কতার জারি করা হয়েছে।

গোটা দেশের আবহাওয়া দফতর সেই ঘূর্ণিঝড়ের গতিবিধির উপরে নজর রেখেছে। ইতিমধ্যেই ওড়িশা সরকার তৎপর হয়ে উঠেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক উচ্চ পদস্থ সরকারি আধিকারীকদের সঙ্গে কথা বলেছেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হবে তা নিয়ে এক প্রস্থ আলোচনা হয়ে গিয়েছে। এনডিআর এফ থেকে শুরু করে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরকেও সতর্ক করা হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গও সতর্ক। এমনিতেই পশ্চিমঙ্গে এখন ঝড়-বৃষ্টি চলছে। সপ্তাহান্তে সেই ঝড় বৃষ্টির দাপট বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের অভিমুখ যদি পশ্চিমবঙ্গ হয় সেকারণে রাজ্য সরকারের পক্ষ থেকে সব জেলার শাসকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বিশেষকরে উপকূলবর্তী জেলা গুলির খবর বাঁধের অবস্থা কেমন রয়েছে তা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে।

এদিকে আইএমডি যে সাম্প্রতিক তথ্য দিয়েছে তাতে ভারতের কোনও রাজ্যেই ল্যান্ডফল করবে না ঘূর্ণিঝড়টি। মনে করা হচ্ছে বঙ্গোপসাগরে শক্তিবাড়িয়ে সেটি অভিমুখ বদলে বাংলাদেশে ল্যান্ডফল করতে চলেছে। এখনও পুরো নিশ্চিত করে কিছু বলা হয়নি। বাংলাদেশে ল্যান্ডফল করার পর সেটি মায়ানমারের দিকে চলে যাবে।
যদিও আবহাওয়া দফতরে প্রাথমিক অনুমান ঠিক হয় তাহলে বিধ্বংসী ঝড়ের দাপট আর পশ্চিমবঙ্গ এবং ওড়িশাকে সহ্য করতে হবে না। তবে বাংলাদেশে আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলাতে এর প্রভাব পড়তে পারে। মনে করা হচ্ছে বাংলাদেশে ল্যান্ড ফল করলে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় সুন্দরবনের উপর প্রভাব পড়বে এতে ম্যানগ্রোভ অরণ্যের ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
English summary
Where did Cyclone Mocha landfall
Story first published: Thursday, May 4, 2023, 16:58 [IST]