Cyclone Mocha: কবে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মোখা, ল্যান্ডফলই বা কোথায়? কী বলছে আবহাওয়া দফতর | ঘূর্ণিঝড় মোখা কবে আঘাত হানতে পারে, ল্যান্ডফলই বা কোথায় হতে পারে, আবহাওয়া দফতর কী বলছে

Advertisement

West Bengal

oi-Dibyendu Saha

Google Oneindia Bengali News
Advertisement

ঘূর্ণিঝড় মোখা এই সপ্তাহে তৈরি হতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। আবহাওয়া দফতরের অনুমান ৮ থেকে ১১ মে-র মধ্যে ঘূর্ণিঝড় মোখা স্থলভাগে আছড়ে পড়তে পারে।

আবহাওয়া দফতরের তরফে এব্যাপারে এখনও কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা সরকার ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মঙ্গলবার ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছে। বলে রাখা ভাল এই বছরের প্রথম ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইয়েমেন।

ঘূর্ণিঝড় মোখা

ফাইল ছবি

কলকাতা আঞ্চলিক আবহাওয়া দফতরের অধিকর্তা জিকে দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ৮ মে-র মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। .তারপর এই সিস্টেমটি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা, বা ঘূর্ণিঝড় হলে কোন দিকে যাবে তা নিয়ে মত পার্থক্য রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবারের আশপাশের সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্বাবনা রয়েছে। এর প্রভাবে ৭ মে এই এলাকাতেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ৮ মে নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা পূর্ব উপকূলেরই কোনও এক জায়গায়।

ঘূর্ণিঝড় মোখা

ফাইল ছবি

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, এটি উত্তর দিকে মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সময় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার পরেই এর গতিপথ এবং তীব্রতা নিয়ে তথ্য দেওয়া যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পুরো বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

English summary

When cyclone Mocha can hit and where its landfall, what is predicting Weather Dept?

Story first published: Thursday, May 4, 2023, 8:28 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।