West Bengal
oi-Bahni Sanyal Dutta

কোন পথে এগোচ্ছে ঘূর্ণিঝড় মোখা? কতটা শক্তিবাড়াল ঘূর্ণিঝড় মোখা এই নিয়ে উৎসাহের শেষ নেই। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর যে তথ্য দিয়েছে তাতে আগামী ৬ মে থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ওপরে একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হবার সম্ভাবনা তৈরি হয়েছে।
৭ তারিখ পূর্ব বঙ্গোপসাগরে সেটি শক্তি বাড়াতে শুরু করবে ৮ তারিখ একটু একটু কনসেনট্রেট হয়ে ডিপ্রেশন অথবা গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরের মুভমেন্ট যেটা হবে প্রায় উত্তর দিকে। বঙ্গোপসাগরের মাঝামাঝি সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

যে মোখাকে নিয়ে এত কৌতুহল সেটা হয়তো বঙ্গে কোনও প্রভাবই ফেলবে না। তবে আন্দামানে তার বালই প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৭ তারিখে এবং ৮ তারিখে আন্দামানে ভারী বৃষ্টি শুরু হবে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি বাকি আন্দামানের আইল্যান্ড গুলোতে সাউথ আন্দামান এবং নর্থ আন্দামানে হবে। সেকারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।
শনিবার থেকেই আবহাওয়া বদল হতে শুরু করবে সেখানে। সেকারণে যাঁরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাঁদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। ৭ তারিখ থেকে ১১ তারিখ যারা গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ভারী বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া । ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

এদিকে যে ঘূর্ণিঝড়ের ভয়ে কাঁটা হয়ে রয়েছে বাংলা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনেকটাই নিশ্চিন্ত হওয়া গিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব তেমন পড়ার সম্ভাবনা নেই বাংলায়। উল্টে শনিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ৬ তারিখ দিয়ে দিনের তাপমাত্রা । ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
যদিও শেষ মুহূর্তে যেকোনও কিছু ঘটতে পারে। ঘূর্ণিঝড়ের গতিমুখ পশ্চিমবঙ্গ বা ওড়িশাও হয়ে যেতে পারে। আপাতত মনে করা হচ্ছে বাংলাদেশের উপকূলেই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে। তারপরে সেটি মায়ানমারের দিকে চলে যাবে। মায়ানমারে যাওয়ার পথে এটি অনেকটাই শক্তি হারিয়ে ফেলবে।

বাংলাদেশের উপকূলে আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে সুন্দরবনের একাধিক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে জল লোকালয়ে ভাসিয়ে দিতে পারে। তাই আগে থেকে সেখানকার বাধ নিয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন।
English summary
Cyclone Mocha: Cyclone effect from 8 may Andaman Island