Amit Shah on drone menace: পাকিস্তান থেকে ড্রোনে করে আসছে অস্ত্র, কী ব্যবস্থা নিয়েছে দেশ, HT-কে জানালেন শাহ

Advertisement

পাকিস্তান থেকে আসছে ড্রোন। তাতে করে আনা হচ্ছে মাদক ও অস্ত্র। এবার সেই ড্রোন রুখতে একাধিক প্রযুক্তিগত পদক্ষেপ নিয়েছে ভারত। বুধবার সেকথাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এনিয়ে কোনও সন্দেহ নেই যে পাচারের কাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে। পঞ্জাব ও কাশ্মীরে আমরা চার ধরণের অ্য়ান্টি ড্রোন প্রযুক্তি ব্য়বহার করেছি। এটা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। ৬ মাস পরে আমরা খতিয়ে দেখছি কী ধরনের পরিবর্তন করা দরকার।

তিনি জানিয়েছেন, একেবারে ১০০ শতাংশ সমাধানের রাস্তা এজেন্সির কাছে রয়েছে এমনটা নয়। তবে দ্রুত একটি সিস্টেম আসতে চলেছে। তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে লড়াই জারি রেখেছি। তৃণমূলস্তরে আমাদের গোয়েন্দা তৎপরতা বেড়েছে। আমরা বহু ড্রোনকে নামিয়ে ফেলেছি। গত তিন মাসে ৪২২ শতাংশ ক্ষেত্রে আমরা ড্রোন নামিয়ে ফেলেছি। এটা আমাদের কাছে একটা বড় সাফল্য।

এদিকে গত কয়েক বছর ধরে পাকিস্তান থেকে ড্রোনে করে মাদক ও অস্ত্র পাচারের একাধিক নজির রয়েছে। ২০১৯ সালের মাঝামাঝি প্রথম ইন্দো পাক সীমান্তে এই ধরনের ঘটনা প্রথম সামনে এসেছিল। ২০২১ সালে মাত্র ১টি ক্ষেত্রে এই ঘটনা হয়েছিল। ২০২০ সালে একটিও নয়। ২০১৯ সালে দুটি ঘটনা হয়েছিল। গত বছর পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়া অন্তত ২২ টি ড্রোনকে গুলি করে নামিয়েছিল ভারতের বাহিনী।

এদিকে পরিসংখ্যান বলছে শুধু মাদক নয়, একে ৪৭, চাইনিজ পিস্তলও ড্রোনে করে পাঠানো হচ্ছে। কাশ্মীরেও এই ধরনের প্রবণতা রয়েছে। গত ২০ এপ্রিল কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হানা হয়েছিল। পুলিশ একরকম নিশ্চিত ড্রোনে করেই জঙ্গিরা অস্ত্র আনিয়েছিল। সেই সময় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল এই জঙ্গি হানায়। তবে এই ড্রোন রুখতে ভারত যে কার্যকরী পদক্ষেপ নিয়েছে সেটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।