Abhishek Banerjee: পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, TMC নেতাকে সরানোর নির্দেশ অভিষেকের

Advertisement

দক্ষিণ দিনাজপুর জেলায় এক সিভিক ভলেন্টিয়ারকে পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই তৃণমূল নেতাকে সাত দিনের মধ্যে দলের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে এমনটা জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত তাঁর জায়গায় নতুন কোনও নেতাকে দায়িত্ব দেওয়া হয়নি। তবে নতুন কাউকে দ্রুত দায়িত্ব দিতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত মঙ্গলবার জেলা সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাতে দেখা যায়, একজনকে টাকার বান্ডিল দেওয়া হচ্ছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, তপনের ব্লক সভাপতি অনাদি লাহিড়ী কনস্টেবলের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য এক সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে টাকা নিয়েছিলেন। এমনকী ভিডিয়ো শেয়ার করে অভিষেককে আক্রমণ করেছিলেন সুকান্ত মজুমদার। (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। তারপরে এমন নির্দেশ দিলেন অভিষেক। যদিও তৃণমূল দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মৃণাল সরকারের দাবি, ‘অনাদিকে সরিয়ে দেওয়ার কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে অভিযোগ নিশ্চয়ই যাচাই করে দেখা হবে। তারপরে দল প্রয়োজন মতো ব্যবস্থা নেবে।’ প্রসঙ্গত, এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে।

এদিকে, এই খবর পৌঁছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। বুধবার সকালে তিনি জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে এ বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন। এর পরে তিনি ওই তৃণমূল নেতাকে দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বলে তৃণমূল সূত্রে খবর। যদিও ঘটনার পর থেকে প্রকাশ্যে আসতে চাইছেন না ওই তৃণমূল নেতা। জানা গিয়েছে, ওই দিন অভিষেকের বৈঠকে অন্যান্য তৃণমূল নেতারা থাকলেও তিনি ছিলেন না। এ বিষয়ে অনাদির কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তার স্ত্রী পম্পা লাহিড়ী অবশ্য দাবি করেছেন টাকা নেওয়ার ঘটনার সঙ্গে তার স্বামী কোনওভাবেই জড়িত নন। এসব রাজনৈতিক চক্রান্ত। অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী দাবি করেছেন, ‘অনাদির বিরুদ্ধে এর আগেও প্রচুর টাকা তোলার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হবে।। আমরা প্রয়োজনে আদালতে যাব।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।