মুম্বই: উরফি জাভেদকে নিয়ে চর্চা চলছে জোরকদমে৷ বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা তিনি৷ পুরো অ্যাটেনশানটাই পোশাক নিয়ে৷ তারকা হয়ে ওঠার পিছনে রয়েছে একাধিক পোশাক বিতর্ক৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ কোনওকিছুই বাদ দিতে চান না তিনি৷ তারের তৈরি পোশাকে সকলের নজর কাড়লেন উরফি৷ যা দেখে বিতর্ক তো দূর বরং চোখ কপালে উঠেছে ভক্তদের৷
সম্প্রতি অদ্ভুত এক পোশাক পরে প্রকাশ্যে এসে চমকে দিলেন ফ্যাশনিস্তা৷ পা থেকে গলা পর্যন্ত ঢাকা পোশাকে উরফিকে দেখে সকলে যেমন অবাক হয়েছেন, তার চেয়েও বেশি আশ্চর্য হয়েছেন তার পোশাকের ডিজাইন দেখে৷ পোশাকের দুধারে লাগানো রয়েছে ধারালো তার৷ সেই তার দিয়ে আটকানো রয়েছে পুরো পোশাকটি৷ এই পোশাক পরে থাকার কিছুক্ষণ পরেই একটি ছবি পোস্ট করেছেন উরফি, যা দেখেই চমকে গেছেন ভক্তরা৷ দেখে নিন ভিডিওটি,
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TV Actress, Urfi javed, Viral Photos