নজরে লোকসভা, মানিকচকেও কংগ্রেস-বিজেপি ‘সেটিং’ তত্ত্ব নিয়ে সুর চড়া অভিষেকের

Advertisement

সাগরদিঘি ভোটের আগে বিজেপি-কংগ্রেস আঁতাতের অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার মালদায় ‘নবজোয়ার’-এর জনসভা থেকে বিজেপি-কংগ্রেস সেটিং নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মানিচকের এনায়েতপুরের সভা থেকে অভিষেক নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে।

তিনি বলেন,’অধীর চৌধুরী দিদির পুলিশ চায় না অমিত শাহের পুলিশ চায়। তলায় তলায় আপানাদের সেটিংটা এবার বোঝ দরকার।’ এর আগেও বুধবার মালতিপুরের সভা থেকে অধীর চৌধুরীর বিরুদ্ধে সরব হন অভিষেক। তিনি বলেন,’বাংলার বঞ্চনা নিয়ে কথা বলেননি অধীর চৌধুরী। অমিত শাহের সিআরপিএফ প্রদেশ কংগ্রেস সভাপতিকে পাহারা দেয়।’

(পড়তে পারেন। ‘কয়েকটা মুসলিম ছেলেকে টাকা দিয়ে বলছে যে দাঙ্গা লাগিয়ে চলে যা’, মালদায় দাবি মমতার) 

অভিষেকের অভিযোগ, মালদার দুপ্রান্তের দু’টি আসনে কংগ্রেস বিজেপি জিতলেও সাংসদরা কোনও কাজ করেনি। বাংলার বঞ্চনা একটি কথাও বলেননি। দিল্লিতে সরব হননি। মানিকচকের সভায় তিনি বলেন, ‘আগে লোকসভায় আমাদের ৩৪টি আসন ছিল। তখন আমাদের প্রাপ্য টাকা আটকাতে পারেনি কেন্দ্র। এখন আমাদের ২২ টা আসন। কংগ্রেস-বিজেপির দু’জন তো তলায় তলায় আঁতাঁত করেছে। এরা যদি কখনও মালদার জন্য কেন্দ্রের কাছে দাবি জানায় তাহলে আরও কোনও দিন এখানে আসব না।’

(পড়তে পারেন। : পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, TMC নেতাকে সরানোর নির্দেশ অভিষেকের)

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে মালদার দু’টি আসনের মধ্যে একটি পায় কংগ্রেস অন্যটি বিজেপি। মালদা উত্তর কেন্দ্রে জয়লাভ করেন বিজেপির খগেন মুর্মু। দক্ষিণ মালদায় জেতেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। তৃণমূল একটি আসনও পায়নি। এ বার খাতা খুলতে মরিয়া তৃণমূল। তবে গলায় কাটার মতো বিঁধছে সাগরদিঘি উপনির্বাচনের ফল। সংখ্যালঘু অধ্যুষিত মালদায় তাই অভিষেকের জোর কংগ্রেস-বিজেপি সেটিং তত্ত্বে।

তবে অভিষেকের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ‘খোকাবাবুকে বলব, জেনে বুঝে কথা বল ভাই। একবার মুখ্যমন্ত্রীকে বলুন অল পার্টি মিটিং ডাকতে।’

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।