West Bengal
oi-Kousik Sinha

রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা চলছে! এজন্যে দিল্লি থেকে ২০ থেকে ২৫ জন এসেছে। চাঞ্চল্যকর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহ সফরে গিয়েছেন তিনি। সেখানে পৌঁছেই আজ বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করেন প্রশাসনিক প্রধান।
আর সেই সভা থেকেই বিস্ফোরক দাবি করলেন তিনি। শুধুমাত্র দাঙ্গা বাঁধানোই নয়, জাতিগত হিংসা বাঁধানোর ছক কষা হচ্ছে বলে মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাঁর দাবি, দিল্লি থেকে ২০ থেকে ২৫ জনের একটি টিম এসেছে। বিভিন্ন জায়গাতে তাঁরা মিটিং করেছে বলেও দাবি প্রশাসনিক প্রধানের। তাঁর কথায়, শুধু ধর্মীয় নয়, জাতিগত হিংসার ছক কষা হচ্ছে। কয়েকটি মুসলিম ছেলেকে ডেকে টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ মমতার। পুরো বিষয়টিই নজরে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

Photo Credit: মমতা বন্দ্যোপাধ্যায়/ফেসবুক
তবে এই বিষয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক থাকার কথা বলেন প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, হিন্দু-মুসলিম মতুয়া কিংবা রাজবংসীর কেউ অশান্তি চায় না। কিন্তু কিছু রাজনৈতিক নেতা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে বলেও এদিন মারাত্মক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলে রাখা প্রয়োজন, এর আগেও দিল্লির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছিলেন তিনি। আজ নতুন করে রাজ্যে অশান্তি বাঁধানোর অভিযোগে দিল্লিকে দায়ী করলেন প্রশাসনিক প্রধান।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রীর এহেন অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছে বিজেপি এবং সিপিএমের। বিজেপি নেতৃত্বের দাবি, যদি মুখ্যমন্ত্রী সবটাই জানতে পারেন তাহলে তাঁদের কেন গ্রেফতার করছেন না। কার্যত একই দাবি বামেদেরও। অন্যদিকে বিএসএফকে আক্রমণ নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছে বিজেপি।

Photo Credit: মমতা বন্দ্যোপাধ্যায়/ফেসবুক
অন্যদিকে এদিন বিএসএফকেও তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিএসএফের অত্যাচার আমি সহ্য করব না। কোনও রকম ভাবে বিএসএফ যদি গণ্ডগোল করে তাহলে এফআইআর কর ব্যবস্থা নেওয়ার জন্যে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, পুলিশ-ডিএম বিডিওদের বলব আপনারা সবাই রাজ্য সরকারি কর্মচারী। এখানে আপনারাই পাওয়ারফুল বলে এদিন মন্তব্য করেন তিনি। পাশাপাশি কালিয়াগঞ্জের ঘটনাও নিয়েও কার্যত এক প্রকার বিএসএফকে আক্রমণ করেন। বলেন, আমি শুনেছি ওই গ্রামটা বিএসএফ তদারকি করে। গুলি চলেছে। কিন্তু কে এই গুলি চালাল? প্রশ্ন পুলিশমন্ত্রীর।
English summary
Mamata Banerjee says, some people came from Delhi for conspiracy