Suvendu Adhikari: সরকারি কর্মচারীদের নব জোয়ার যাত্রায় ব্যবহার করা হচ্ছে, অভিযোগ শুভেন্দুর

Advertisement

তৃণমূলের নব জোয়ার যাত্রায় সরকারি কর্মীদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার এক টুইটে শুভেন্দুবাবু একটি তালিকা প্রকাশ করে দাবি করেন, তৃণমূলের দলীয় কর্মসূচিতে সরকারি কর্মচারীদের ব্যবহার করা হচ্ছে। টুইটে তৃণমূলকে ‘আঞ্চলিক দল’ বলে উল্লেখ করে কটাক্ষ করেন তিনি।

এদিন শুভেন্দুবাবু টুইটে লিখেছেন, শুধু পুলিশ নয়, ‘পিসি’ এখন সরকারি কর্মচারীদেরও তৃণমূলের (আঞ্চলিক দল) প্রার্থীপদের প্রাথমিক নির্বাচনে ব্যবহার করছেন। দেখুন পিসি ভাইপোর যৌথ আঞ্চলিক দলের প্রাথমিক নির্বাচনের জন্য কী ভাবে সরকারি কর্মীদের তালিকা তৈরি করা হয়েছে। একদিকে সরকারি কর্মীরা যখন DA-র দাবিতে আন্দোলন করছেন তখন আরেক দলকে যুবরাজের ফুর্তি ও বিনোদনের জন্য নির্বাচনী এজেন্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে। কী আশ্চর্য সমাপতন।

টুইটে একটি তালিকা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তালিকাটি জলপাইগুজড়ি জেলা শাসকের দফতরের স্থায়ী কর্মী সঞ্জয় সিংরায় পাঠিয়েছেন বলে দাবি করেছেন তিনি। তালিকায় রয়েছে ৪৯টি নাম।

শুভেন্দুবাবুর অভিযোগের জবাবে সঞ্জয়বাবু বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেলায় এসেছিলেন। তাই সংগঠনের তরফে দেখা করতে গিয়েছিলাম। সেদিন শনিবার ছিল। অফিস ছুটি থাকায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে আমরা আমাদের নেতার কর্মসূচিতে যাই। সেখানে আমরা ভোট প্রক্রিয়া পরিচালনা করছি এমন কি কেউ দেখাতে পারবে?

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।