PBKS vs MI: টস জিতে ধাওয়ানের কথা শুনলেন রোহিত, পঞ্জাব করে দিল রানের পাহাড়!- ভিডিয়ো

Advertisement

বর্তমানে আইপিএলের ম্যাচগুলোতে টস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অথচ টস জিতে ভেবলিয়ে গেলেন রোহিত শর্মা। বিপক্ষের অধিনায়ক শিখর ধাওয়ানকে জিজ্ঞেস করলেন, ‘কী করি বল তো?’

বুধবার মোহালিতে আইপিএলের ৪৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। মোহালিতে এই ম্যাচটা দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ছিল। প্লে-অফের লড়াইয়ে এগিয়ে যেতে এই ম্য়াচটা দুই দলকেই জিততে হবে। আর সেই ম্যাচে কিনা টস জিতেও কী সিদ্ধান্ত নেবেন ভুলে বসে থাকলেন রোহিত। এর চেয়েও হাস্যকর হল, শিখর ধাওয়ানকে জিজ্ঞেস করে নিজের সিদ্ধান্তের কথা জানালেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। রোহিতকে বোলিং নিতে বলেছিলেন শিখর। আর সেই বোলিং নিয়েই কপাল চাপড়াতে হল রোহিত শর্মাকে।

আরও পড়ুন: খলনায়ক বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি

ঘরের মাঠে ম্যাচ হওয়ায় টসের জন্য কয়েন উপরে ছোঁড়েন শিখর ধাওয়ান। তবে টস জেতেন রোহিত শর্মা। এর পর তিনি কী সিদ্ধান্ত নেবেন, সেটা বলতেই ভুলে গিয়েছিল। টস জেতার পর শিখরকে জিজ্ঞেস করেন রোহিত, ‘কী করব?’ শিখর উত্তর দেন, ‘বোলিং নিয়ে নে।’ এর পর বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তিনি পরে মাঠে উপস্থিত উপস্থাপককে বলেন, ‘আমি শিখরকে জিজ্ঞেস করলাম কী করব। ও বলল, বোলিং নিতে, তাই বোলিং নিলাম। পিচটা ভালো, আমরা রান তাড়া করে জিততে পারব। এই ধরনের পিচে সব সময়ে রান করতে চাই। আমরা প্রচুর ম্যাচ খেলেছি, সব কিছু দ্রুত পরিবর্তন হচ্ছে।’

শিখর অবশ্য বলেন, ‘আমি জিতলে বোলিং নিতাম। উইকেটটা ভালো। শুকনো নয়, খুব একটা পরিবর্তন হয়নি। প্রথমে ব্যাট করে বড় রান করাটা সুবিধার। মানসিক ও শারীরিক দিক থেকে আমরা ভালো জায়গায় আছি। আমরা ভালো খেলার চেষ্টা করব।’

আরও পড়ুন: WTC Final থেকে রাহুল ছিটকে গেলে, ভরতে ভরসা না করে ঋদ্ধিকে ডাকা উচিত- দাবি শাস্ত্রীর

তবে শিখরেক কথা শুনে রোহিত যে ঠিক করেননি, তা তিনি হাড়েহাড়ে টের পেলেন পঞ্জাবের ইনিংস শেষে। মুম্বই ইন্ডিয়ান্সের সামনে বড় রানের লক্ষ্য ঝুলিয়ে দেয় পঞ্জাব কিংস। নির্দিষ্ট ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৪ রান করে শিখর ধাওয়ানের টিম। লিয়াম লিভিংস্টোন একেবারে ঝড় তোলেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন জিতেশ শর্মা। ৪২ বলে ৮২ করে অপরাজিত থাকেন লিভিংস্টোন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৪টি ছক্কা। ২৭ বলে ৪৯ করে অপরাজিত থাকেন জিতেশ। তিনি ৫টি চার এবং ২টি ছক্কা হাঁকান। এ ছাড়া ওপেন করতে নেমে ২০ বলে ৩০ করেন শিখর। ২৬ বলে ২৭ করেন ম্যাথু শর্ট। মুম্বইয়ের পিযূষ চাওলা ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন আর্শাদ খান।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।