Pak Journalists: ভারতে এলেন পাকিস্তানের একঝাঁক সাংবাদিক, সীমান্তে দাঁড়িয়েই ছড়ালেন ‘বিষ’, দেখুন ভিডিয়ো

Advertisement

বুধবার ওয়াঘা-আতারি সীমান্ত দিয়ে একঝাঁক পাকিস্তানি সাংবাদিক এলেন ভারতে। পাকিস্তানি বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর ভারত সফরের আগে এসে গেলেন পাকিস্তানের সাংবাদিকদের টিম। তবে ভারতে প্রবেশের আগে তাঁদের সকলকেই বেশ খুশি খুশি দেখাচ্ছিল। আর সেই সময় এক মহিলা সাংবাদিক আচমকাই সীমান্তে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করেন।

পাকিস্তানি নিউজ পোর্টাল voicepk.net এর সাংবাদিক মুনিজি জাহাঙ্গির ভারতে প্রবেশের আগে সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। কথা বলার সময় তিনি জঙ্গি ইয়াসিন মালিকের প্রসঙ্গ তোলেন। টুইটারের ভিডিয়োতে বলতে শোনা যায়, ইয়াসিন মালিককে তিহাড় জেলে বন্দি রাখা হয়েছে। কাশ্মীরি নেতাদের হয় গৃহবন্দি অথবা শর্তসাপেক্ষে মুক্ত রাখা হচ্ছে। (ভারতের) পরিবেশ একেবারে আউট অফ অর্ডার।

 

সেই সময় অপর পাক সাংবাদিক মুজাহিদ বারেলভি ওই মহিলা সাংবাদিকের কথার জবাব দেন। তিনি বলেন, দুজায়গাতেই(ভারত ও পাকিস্তান) একই পরিস্থিতি। অপর সাংবাদিক মুর্তাজা বলেন, আমাদের শান্তির পক্ষে কথা বলা দরকার। আমাদের কাজ হল দরজা খুলে দেওয়া, সেটা বন্ধ করা নয়।

এই সব কথাবার্তার মধ্য়ে ভারতে প্রবেশ করেন তারা। পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো এসসিও বিদেশমন্ত্রীদের সামিটে অংশ নেবেন। আগামী ৪ ও ৫ মে গোয়াতে এই অনুষ্ঠান হবে। তার একদিন আগে ভারতে এলেন পাক সাংবাদিকদের টিম।

এদিন মুনিজাই জাহাঙ্গির একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে ওই মহিলা সাংবাদিক কাশ্মীরের পরিস্থিতির কথা বলে কার্যত বিষ ছড়ানোর চেষ্টা করছেন। তবে এদিন অন্যান্য় সাংবাদিকরা অবশ্য় বিতর্কিত প্রসঙ্গ এড়িয়ে চলেন। একজন শায়েরি বলে শান্তির বার্তা দেন।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।