সরকারি কর্মীদের ব্যবহার ‘আঞ্চলিক’ তৃণমূলের প্রার্থী বাছাইয়ে! ‘প্রমাণ’ সহ টুইট বিরোধী দলনেতার | শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে সরকারি কর্মীদের ব্যবহার নিয়ে চাঞ্চল্য

Advertisement

Midnapore

oi-Kousik Sinha

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে জেলায় জেলা নবজোয়ার কর্মসূচি হচ্ছে! যার নেতৃত্ব দিচ্ছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই কর্মসূচির মাধ্যমে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে পঞ্চায়েতের প্রার্থী চূড়ান্ত করা হবে।

আর এই ভোটে পুলিশ-প্রশাসনকে ব্যবহার নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এর মধ্যেই দলের এহেন ভোটে বিভিন্ন বিভাগের সরকারি কর্মীদের ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা। ইতিমধ্যে নথি তুলে ধরে এই বিষয়ে টুইটও করেছেন তিনি।

প্রমাণ সহ টুইট বিরোধী দলনেতার

যদিও বিরোধী দলনেতার টুইট করা নথি যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে সোশ্যাল মিডিয়াতে নন্দীগ্রামের বিধায়ক লিখছেন, ‘পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে নির্বাচনে শুধুমাত্র পুলিশকেই নয়, সরকারি কর্মীদের আঞ্চলিক দল তৃণমূল ব্যবহার করছে।’

এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিসি-ভাইপো কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। আর তা উল্লেখ করে তিনি আরও বলেছেন, সরকারি কর্মীদের ব্যক্তিগত কর্মী হিসাবে পিসি-ভাইপো ব্যবহার করছেন। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি।

যেখানে একটি বার্তা রয়েছে। রয়েছে একাধিক নামও। আর সেই নামের তালিকা হোয়াটস অ্যাপে শেয়ার করে প্রেরক লিখছেন, ”যাদের নাম রয়েছে তাঁদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে প্রিসাইডিং অফিসার হিসাবে কাজ করতে হবে”।

মমতা-অভিষেককে নিয়ে যা বললেন শুভেন্দু

কর্মীদের আইকার্ড নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে হোয়াটস অ্যাপের স্ক্রিনশর্টে। শুধু তাই নয়, বিরোধী দলনেতা ডিএ নিয়েও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তাঁর টুইটে। বলছেন ডিএ’র দাবিতে আন্দোলন করা কর্মীদের একদিকে অন্যত্র বদলি করা হচ্ছে আবার সেই কর্মীদেরই একাংশকে যুবরাজের আনন্দ এবং খেলার জন্যে প্রিসাইডিং অফিসার হিসাবে ব্যবসা করা হচ্ছে বলেও টুইটে রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার।

যদিও এই বিষয়ে পালটা শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, কুৎসা এবং অপপ্রচার করছেন উনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজয়ারের ছবি দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে বলেও কটাক্ষ তৃণমূল নেতার। এমনকি মানুষের সঙ্গে কোনও সংযোগ নেই বলেও দাবি তাঁর। যদিও এই বিষয়ে শুভেন্দু অধিকারীর পালটা কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বলে রাখা প্রয়োজন, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় এত পুলিশ ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। এজন্যে ট্রেজারিতে কত টাকা জমা দেওয়া হয়েছে তাও জানতে চেয়েছেন তিনি। আর এর মধ্যেই এবার নয়া অভিযোগে সরব শুভেন্দু অধিকারী।

English summary

Suvendu Adhikari alleges, TMC is using government employees for candidate selection

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।