West Bengal
oi-Dibyendu Saha

মঙ্গলবারের থেকে বুধবার তাপমাত্রা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শুক্রবার থেকে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন হবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৫ মে শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে পরের তিন দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ মে শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকলেও নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি।
শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, শুক্রবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর বুধবার বিকেলে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৩৭ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৩.১
বহরমপুর ২৪
বাঁকুড়া ২৩.৬
বর্ধমান ২২.৮
কোচবিহার ২০.১
দার্জিলিং ১০.৬
কালিম্পং ১৪
দিঘা ২৭.৪
কলকাতা ২৭.৬
দমদম ২৭.৫
কৃষ্ণনগর ২৩.৪
মালদহ ২৩.৯
মেদিনীপুর ২২.৫
শিলিগুড়ি ২১.১
শ্রীনিকেতন ২৩
সুন্দরবন ২৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.৪)
বহরমপুর (৩৪.৬)
বাঁকুড়া (৩৩.৯)
বর্ধমান (৩৩)
কোচবিহার (৩১.২)
দার্জিলিং (১৭.২)
কালিম্পং (২০.৪)
দিঘা (৩৪.৬)
কলকাতা (৩৪.৮)
দমদম (৩৬.২)
কৃষ্ণনগর (৩৪)
মালদহ (৩৩)
মেদিনীপুর (৩৫.২)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (৩৪)
সুন্দরবন (৩৪)
English summary
Weather office says from friday rain with thunder will stop and temperature will increase further
Story first published: Wednesday, May 3, 2023, 15:07 [IST]