বাড়ল অস্বস্তি! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা কলকাতার পুলিশ কমিশনারের | কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করলেন নগর দায়েরা আদালতে

Advertisement

West Bengal

oi-Kousik Sinha

  • |
Google Oneindia Bengali News
Advertisement

অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর! বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কলকাতার পুলিশ কমিশনারের। এই মর্মে নগর দায়রা আদালতে আবেদনও করা হয়েছে। কিন্তু পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হয়ে আবেদনটি রাজ্য দাখিল করেছে।

আজ বুধবার সেই মামলার শুনানি হয় নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে। বলে রাখা প্রয়োজন, এপ্রিল মাসের ১৬ তারিখ একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই টুইটে একটি বাসের ছবি দিয়ে চাঞ্চল্যকর দাবি করেন তিনি।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা

শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনারকে ট্যাগ করে লেখেন, পুলিশ পাহাড়া দিয়ে এই বাসটিকে পটুয়াপাড়া থেকে বার করে দিচ্ছে। ওই বাসটিকে টাকা আছে বলেও মনে হচ্ছে বলে ওই টুইটে দাবি করেন তিনি। এমনকি কয়লা কিংবা গরু পাচার তদন্তের নথি পাচার নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়। শুধু তাই নয়, সিবিআই এবং ইডিকে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার অনুরোধ করেন বিরোধী দলনেতা।

আর এই টুইট ঘিরেই তৈরি হয় যাবতীয় বিতর্ক। এদিন মামলার শুনানিতে এই বিষয়ে বিস্তারিত সওয়াল-জবাব চলে। মামলার শুনানিতে সরকারের তরফে আইনজীবী বলেন, বিরোধী দলনেতার এহেন অভিযোগের পরেই কলকাতা পুলিশ কমিশনার একটি তদন্ত কমিটি গঠন করেন। পুরো বিষয়টি তদন্ত করে দেওয়া হয়।

কালিঘাট থানার তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আর তাতে স্পষ্ট যে এহেন অভিযোগ মিথ্যা বলে আদালতে সওয়াল সরকারি আইনজীবীর। পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই এহেন টুইট করে অভিযোগ জানানো হয়েছে বলেও পুলিশের দাবি মামলার শুনানিতে। এমনকি কড়া নির্দেশ দেওয়ার কথাও আদালতকে জানান আইনজীবী। এদিন আদালতের তরফে বিরোধী দলনেতার টুইটের একটি প্রতিলিপি জমা দেওয়া হয়।

যদিও দীর্ঘ শুনানি শেষে আদালত এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নির্দেশ দেয়নি। রিজার্ভ রেখেছে আদালত। তবে পুলিশের দাবি, বাসটি একটি রাজনৈতিক দলের। ওই এলাকাতে এক ভিভিআইপি থাকেন। সর্বোচ্চ নিরাপত্তা পান। ফলে বাসটিকে সরাতে পুলিশ কর্মীরা সাহায্য করছিলেন বলেও দাবি করা হয়েছে।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা

বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে নব জোয়ার কর্মসুচি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি বাসে উত্তর থেকে দক্ষিণে ঘুরবেন তিনি। আর সেই বাসটি মহারাষ্ট্র থেকে এসেছিল। আর সেটিই রাখা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে।

আর সেই বাসটিকেই ঘিরেই যাবতীয় বিতর্ক তৈরি হয়। যদিও এখনও বিরোধী দলনেতার সোশ্যাল মিডিয়াতে বাস নিয়ে করা বিতর্কিত টুইটটিও রয়েছে। তা সরাবেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী। তবে এই মামলায় আদালত কি জানায় সেদিকেই নজর সবার।

  • অভিষেকের নবজোয়ার যাত্রাই তিহার যাত্রার পথ প্রশস্ত করবে! তৃণমূলকে নিশানা শুভেন্দুর
  • রাম নবমীর দিন অশান্তির ঘটনায় NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য
  • ‘সরকারের সঙ্গে হাত মিলিয়ে অনেক বেআইনি কাজ করছেন’, রাজ্যপালকে তীব্র আক্রমণ শুভেন্দুর
  • রামনবমীতে রাজ্যে অশান্তির ঘটনার NIA-তদন্ত, শুভেন্দু অধিকারীর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
  • ‘ট্রিগার হ্যাপি মমতার পুলিশ’, কালিয়াগঞ্জে বিজেপি কর্মীর ভাইয়ের মৃত্যু নিয়ে আক্রমণাত্মক টুইট শুভেন্দুর
  • ২০০ বেশি আসন নিয়েও তৃণমূল কেন ভীত, পঞ্চায়েত নির্বাচনের আগে কারণ দর্শালেন শুভেন্দু
  • শুভেন্দুর সঙ্গে গোপন বৈঠক ৪ তৃণমূল নেতার, পঞ্চায়েতের আগে পোস্টারে নয়া বিতর্ক
  • অশান্তির জন্য দায়ী মুখ্যমন্ত্রী, কালিয়াগঞ্জ ইস্যুতে বিস্ফোরক নিশানা শুভেন্দু অধিকারীর
  • ‘কারা কারা শুভেন্দুর সভায় যাচ্ছেন লিখে রাখুন, বাকিটা ইতিহাস করব’, হুঁশিয়ারি ইন্দাসের তৃণমূল নেতার
  • শুভেন্দু অধিকারীকে ‘প্রাক্তন’ করার চ্যালেঞ্জ, নন্দীগ্রামের মাটি থেকে প্রতিজ্ঞা মদন মিত্রের
  • দুর্নীতিগ্রস্তদের নিয়ে কোরাপশন ইউনাইটেড ফ্রন্ট! নবান্নে নীতীশ-মমতা-তেজস্বীর বৈঠকের পর তোপ শুভেন্দুর
  • কালিয়াগঞ্জের ঘটনায় CBI তদন্ত, নিরাপত্তার আশ্বাস! বীরভূমে সাধুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তীব্র আক্রমণে শুভেন্দু

English summary

kolkata police commissioner files defamation case against suvendu adhikari

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।