পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি বিধায়ক অশোক দিন্দার, বনধে ময়নায় নতুন করে উত্তেজনা | ময়নায় ১২ ঘণ্টার বনধে উত্তেজনা

Advertisement

Midnapore

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

ময়নায় বনধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েেছ ময়না। একাধিক জায়গায় পথ অবরোধ করতে গেলে বিজেপি কর্মী সমর্থকদের জোর করে তুলে দেয় পুলিশ। সেই খবর পেয়ে ময়না মোড়ে হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা।

কেন বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে তা নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় বিজেপি বিধায়ক অশোক দিন্দার। তারপরেই পুলিশরে রীতিমত হুমকি দিয়ে তিনি রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পুলিশ কোনও ভাবেই তাঁদের এখান থেকে সরাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ময়নায় বনধে উত্তেজনা

ময়না জুড়ে বনধের সকাল থেকেই উত্তেজনা। একাধিক জায়গায় সকাল থেকেই বনধের সমর্থনে ময়নার একাধিক জায়গায় মিছিল শুরু করেছিল। একাধিক জায়গায় সকাল থেকেই পিকেটিং করে বিজেপি কর্মী সমর্থকরা। একাধিক জায়গায় টোটো থেকে যাত্রীদের জোর করে নামিয়ে দেওয়া হয়। সকালের দিকে কয়েকটা বাস রাস্তায় বেরিয়েছিল ঠিকই কিন্তু বিজেপি কর্মীরা বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন।

অশোক দিন্দা

ময়নায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে একাধিক জায়গায় মিছিল করতে শুরু করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশও ধরপাকড় শুরু করে। অনেক বিজেপি কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের সঙ্গে রীতিমত বচসায় জড়িয়ে পড়েছিলেন বিজেপি বিধায়ক সনাতন দিন্দা।

পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি অভিযোগ করেছেন পুলিশ জোর করে বিজেপি কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাচ্ছে। কোনও ভাবেই এটা বরদাস্ত করা হবে না। দোষীদের গ্রেফতার করতেই হবে।

অবস্থান বিক্ষোভের পর বাইক ব়্যালি করে ময়নার বিডিও অফিসে যান বিধায়ক অশোক দিন্দা। দলীয় কর্মীর বাইকে চেপেই তিনি বিডিও অফিসে যান। সেখানে গিয়ে তিনি অভিযোগ করেন দেড় দিন পার হয়ে গেলেও বিজেপি কর্মীর খুনিদের এখনও গ্রেফতার করা হয়নি। অবিলম্বে তাঁদের গ্রেফতার করতে হবে।

  • বনধের শুরুতেই অশান্তি উত্তরবঙ্গে, কোচবিহারে সরকারি বাস ভাঙচুর, রাস্তায় নেমে পিকেটিং বিজেপির
  • NorthBengal Bandh: পুলিশ বাধা দিতে এলে খন্ডযুদ্ধ হবে! হুঁশিয়ারি বিজেপি নেতার
  • ১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধের ডাক বিজেপির, বন্ধ হল ইন্টারনেট, জারি ১৪৪ ধারা
  • PFI-র ডাকা বনধে অগ্নিগর্ভ কেরল, সরকারি বাসে ভাঙচুর-টায়ার পুড়িয়ে পথ অবরোধ-পেট্রোল বোমা ছুড়ল বিক্ষোভকারীরা
  • ১৫ রাজ্যে একযোগে তল্লাশি, গ্রেফতার ৪৫ জন PFI নেতা, আগামীকাল কেরল বনধের ডাক সংগঠনের
  • ‘অগ্নিপথের’ বিরোধিতায় বামদল-সহ একাধিক গণ সংগঠনের ডাকে ভারত বনধ! রাজ্য সচল রাখতে নির্দেশিকা নবান্নের
  • মাওবাদীদের ডাকা বনধের প্রভাব জঙ্গল মহলে, ১০ বছর আগের ‘বনপার্টি’ কী জেগে উঠছে?
  • মাওবাদী বনধের আগেই ল্যান্ডমাইনের খোঁজ বেলপাহাড়িতে
  • Bharat Bandh: কেরলের রাস্তা জনশূন্য, বাংলা তুমুল অশান্তি, পথ অবরোধ-ব্যহত শিয়ালদহ মেইন শাখার ট্রেন
  • দুদিনের ভারতব্যাপী ধর্মঘট! ব্যাঙ্ক, রেল, বিদ্যুৎ পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা
  • ভারত বনধ নিয়ে কড়া বার্তা মমতার, ২৮-২৯ মার্চ সরকারি দফতরে হাজিরা বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী
  • নতুন করে আতঙ্ক জঙ্গলমহলে! মঙ্গলবার মাওবাদীদের ডাকা বনধ ঘিরে চাঞ্চল্য

English summary

12 Hours Bandh in Moyna

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।