খাস কলকাতায় বৃদ্ধের দেহ ফেলে চম্পট দিল কারা?‌ টালিগঞ্জ মেট্রো এলাকায় আলোড়ন

Advertisement

আজ, বুধবার টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে একটি অটো করে এসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির একটি মৃতদেহ ফেলে দিয়ে চম্পট দেয়। পাশের অটোস্ট্যান্ডের অটো চালকরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এই মৃতদেহ টালিগঞ্জ মেট্রো স্টেশনের পাশে অটো স্ট্যান্ডের কাছে পড়ে রয়েছে। গোটা বিষয়টি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। খাস কলকাতায় রাস্তার ধারে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। কারণ টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে থেকে উদ্ধার করা হয় দেহটি। যা একটা ব্যস্ততম রাস্তা।

এদিকে আজ সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে এমন ঘটনা ঘটায় সবাই তাজ্জব বনে গিয়েছেন। অটোয় করে এসে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ ফেলে রেখে যাওয়ার নেপথ্য কোন ঘটনা আছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। আরও রহস্য ঘনীভূত হয় দেহ ফেলে রেখে চম্পট দেওয়ার ঘটনায়। শুধু তাই নয়, বস্তা দিয়ে দেহটি বাঁধা ছিল। তাহলে কি ওই ব্যক্তিকে খুন করা হয়েছে?‌ খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হল?‌ এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। টালিগঞ্জের অটোস্ট্যান্ডের অটো চালকরা প্রথমে দেহ পড়ে থাকতে দেখেন। খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে। পুলিশ এসে দেহটি উদ্ধার করেন।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থলে আসে টালিগঞ্জ থানার পুলিশ। ওই ব্যক্তির দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কেন টালিগঞ্জ স্টেশনকে বেছে নেওয়া হল?‌ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই সময়ে একমাত্র টালিগঞ্জ স্টেশন এলাকাই একটু ফাঁকা থাকে। সেটা আগে থেকে রেইকি না করলে জানা সম্ভব নয়। সেটা দিনের পর দিন দেখেই দেহ ওখানে ফেলে রেখে যাওয়া হয়। এই ব্যক্তির বয়স ৬০–এর কাছাকাছি। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে?‌ কে তাঁর দেহ মেট্রো স্টেশনের সামনে ফেলে গেল?‌ কেন এমন ঘটল?‌ এসব প্রশ্নের উত্তর খুঁজছে টালিগঞ্জ থানার পুলিশ।

আর কী জানা যাচ্ছে?‌ এই বৃদ্ধের পরিচয় এখনও মেলেনি। তবে অটোতে করে কে বা কারা ওই ব্যক্তির দেহ সেখানে ফেলে গেল?‌ জানতে এলাকার সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, এই বৃদ্ধ অসুস্থ ছিলেন। সেই অসুস্থতায় তিনি মারা গেলে টালিগঞ্জ মেট্রোর কাছে দেহ ফেলে রেখে যাওয়া হয়। আবার খুন করে তাঁর সম্পত্তি নিয়ে তারপর দেহ ফেলে রেখে যাওয়া হল কিনা সেটাও ভাবাচ্ছে পুলিশকে। এটা পরিকল্পনা করে খুন কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। অটো করে দেহ ফেলে রেখে যাওয়া মানে সেটি রিজার্ভ করা হয়েছিল। এই একটা সূত্রই এখন রহস্যভেদ করতে পারে বলে মনে করছে পুলিশ।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।