দীর্ঘদিন ব্যাটে খরা থাকার পর গত বছর এশিয়া কাপ থেকে ফর্মে ফিরতে শুরু করেন বিরাট কোহলি। এশিয়া কাপে এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে সাতটিতে অর্ধশতরান এবং ১টি ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। গত বছর এশিয়া কাপে ২৬৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহকারী হন তিনি। তবুও শেষবারের এশিয়া কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারত। তারপরই জানা যায় সিনিয়র ক্রিকেটারদের টি-টোয়েন্টিতে নেওয়া হবে না বলে সূত্র মারফত জানা যায়। এবার এই বিষয়ে মুখ খুললেন হরভজন সিং। তিনি জানতে চান রোহিত শর্মা, বিরাট কোহলি এদের সম্পর্কে কী ভাবছে ভারতীয় বোর্ড? তা তারা জানিয়ে দিক।
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় কোহলি সেই ধারাবাহিকতা বজায় রাখেন। করেন ২৯৬ রান। মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রান করেন বিরাট। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরে যায়। টি-টোয়েন্টি এবং আইসিসির অন্যান্য প্রতিযোগিতায় ভারত ট্রফি আনতে না পারায় প্রশ্ন উঠতে শুরু করে। তখন সূত্র মারফত জানা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ড অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আগামী সময় টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলে রাখবে না। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে তরুণদের জায়গা দেওয়া হবে। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে যে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে সেই দলে জায়গা পাননি প্রাক্তন ভারত অধিনায়ক। বোর্ড থেকে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে বিভিন্ন সময়ে জানা গিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্ব ক্রিকেটের অন্যতম ধনি বোর্ড হলেও বোর্ড কর্তাদের অনেক সময় সমালোচনার মুখে পড়তে হয়। সমালোচকেরা উদাহরণস্বরূপ অনেক নাম পরপর দিতে পারেন, তাদের মধ্যে রয়েছেন কপিল দেব, বীরেন্দ্র সেহওয়াহ এমনকী বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের নামও। তবে ভারতের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং টি-টোয়েন্টিতে কোহলি এবং সিনিয়র ক্রিকেটারদের না খেলার বিষয়ে স্পষ্টভাবে জানতে চান যে বোর্ড তাদের সম্পর্কে কী ভাবছে।
তিনি বলেন, ‘আমি জানিনা নির্বাচকদের মনে কী আছে। তারা ঠিক কী করতে চাইছে। সে বিষয়ে নূন্যতম ধারণা নেই। তবে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট যদি জাতীয় দল জিততে না পারে তখন দলের ওপর চাপ থাকে। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের উপর চাপ এসে পড়ে। প্রতিষ্ঠিত তারকা ক্রিকেটাররা ম্যাচ জেতাতে না পারলে তখন অবশ্যই তরুণদের কথা ভাবা উচিত। তবে হ্যাঁ সেক্ষেত্রে সিনিয়রদের নিয়ে বোর্ড কী ভাবছে তা তাদের জানানো উচিত। সিদ্ধান্ত নেওয়ার পর সেটা জানানো ঠিক নয়।’
সম্প্রতি অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে নেওয়ায় প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঝামেলা দেখা যায়। সেই পরিপ্রেক্ষিতে হরভজন সিং জানান, টি-টোয়েন্টির ক্ষেত্রে সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশা করছেন। হরভজন বলেন, ‘আমাদেরকে যখন দল থেকে বাদ দেওয়া হয় সে বিষয়ে কথা বলা হয়নি পরে তা সংবাদমাধ্যম থেকে জানতে পারি। আশা করি কোহলির সঙ্গে তা হবে না। একজন ক্রিকেটারকে সম্মান দেওয়া উচিত, সে রোহিত, বিরাট বা অন্য যে কেউই হোক না কেন।’