বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipta-Soumya Wedding: ‘আমার সব…’, চোখে চোখে অপলক মুহূর্ত থেকে সিঁদুরদান,দেখুন সুদীপ্তার বিয়ের অ্যালবাম
Advertisement
Updated: 02 May 2023, 12:59 PM IST
Priyanka Mukherjee
Sudipta-Soumya Wedding Album: বিয়ের পর্ব মিটতেই বরের জন্য় বিশেষ বার্তা নতুন কনে সুদীপ্তার। লিখলেন, ‘আমার সব হাসির শুরুটা তুমি…’।
1/10সোমবার মিস থেকে মিসেস হলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের যুবনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সী-পুত্র সৌম্য বক্সীকে বিয়ে করলেন অভিনেত্রী। (ছবি সৌজন্যে- বুলান ঘোষ) 2/10পরনে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, কপালে চন্দন, মাথায় শোলার মুকুট—আদ্যোপান্ত বাঙালি সাজে বিয়েতে ধরা দিলেন ‘সোহাগ জল’-এর বেণী। তাঁর উপর থেকে এদিন চোখ ফেরানো দায়। (ছবি সৌজন্যে- ফেসবুক/বুলান ঘোষ)3/10সায়েন্স সিটি লাগোয়া এক ব্যাঙ্কোয়েটে বসেছিল সুদীপ্তা-সৌম্যর বিয়ের জমাটি আসর। প্রিয়জন আর পরিবারের উপস্থিতি গাঁটছড়া বাঁধলেন দুজনে। পরিণতি পেল তাঁদের তিন বছরের প্রেম সম্পর্ক। মালাবদলের মুহূর্তে জুটি। (ছবি সৌজন্যে- ফেসবুক)
4/10সৌম্যর নামের সিঁদুরে ‘সীমন্তিনী’ সুদীপ্তা! সিঁদুরদানের মুহূর্তে ফ্রেমবন্দি নবদম্পতি। (ছবি সৌজন্যে- ফেসবুক/ বুলান ঘোষ)5/10এদিনই আইনি বিয়ের পর্বও সারেন দুজনে। তা মিটতেই শুরু সামাজিক বিয়ের তোড়জোর। শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান সবই হল নিয়ম মেনে। বউয়ের উপর থেকে চোখ সরল না সৌম্যর। (ছবি সৌজন্যে- ফেসবুক/ বুলান ঘোষ)6/10বিয়ের পর্ব মিটতেই ইনস্টাগ্রামে বরের সঙ্গে এই মিষ্টি ছবি পোস্ট করেন সুদীপ্তা। সঙ্গে লেখেন, ‘আমার সব হাসির শুরুটা তুমি…’। (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম/সুদীপ্তা)7/10শ্রুতি দাস, শ্রীতমা ভট্টাচার্য, সুদেষ্ণা রায়-সহ টেলিপাড়ার একাধিক তারকার দেখা মিলল এই বিয়ের আসরে। ‘সোহাগ জল’-এ একসঙ্গে কাজ করছেন শ্রীতমা-সুদীপ্তা। 8/10সুদীপ্তার ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার হাজির ছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। (ছবি-ফেসবুক)9/10বছর দেড়েক আগেই সৌম্যর সঙ্গে প্রেমে শিলমোহর দিয়েছিলেন সুদীপ্তা, এবার চার হাত এক হল। মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরুর খুশি নায়িকার চোখে-মুখে। (ছবি-ইনস্টাগ্রাম)10/10বিয়ের পর্ব মিটতে চলল জমিয়ে ভুরিভোজ। পোলাও, নানা রকমের মাছ থেকে মাটন— সবই ছিল মেনুতে।