Cockroach in biryani: অর্ডার করা বিরিয়ানিতে ঘুরে বেড়াচ্ছিল আরশোলা, ২০ হাজার টাকা জরিমানা করল আদালত

Advertisement

শহরের একটি নামকরা রেস্তোরাঁ থেকে বিরিয়ানি অর্ডার করেছিলেন এক ব্যক্তি। কিন্তু, বিরিয়ানি খেতে বসেই যা দেখলেন তাতে আঁতকে উঠলেন ওই ব্যক্তি। তিনি লক্ষ্য করেন বিরিয়ানিতে ঘুরে বেড়াচ্ছে একটি জ্যান্ত আরশোলা। সেই ঘটনায় রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করল উপভোক্তা আদালত। ঘটনাটি হায়দরাবাদের। সম্প্রতি হায়দরাবাদ ২ জেলা উপভোক্তা আদালত এমনই নির্দেশ দিয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২০২১ সালের সেপ্টেম্বরের। এম অরুণ নামে এক ব্যক্তি ওই রেস্তোরাঁ চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলেন। এরপর তিনি তার কর্মস্থলে পৌঁছে খাবার খেতে বসেন। কিন্তু বিরিয়ানিতে আরশোলা ঘুরে বেড়াতে দেখে তিনি বিরিয়ানি ছুঁড়ে ফেলে দেন। যা দেখে তিনি কয়েকদিন খাবার খেতেই পারেননি। বিরিয়ানিতে আরশোলা ঘোরার একটি ভিডিয়ো রেকর্ডিং করেন তিনি। রেস্তোরাঁয় ফোন করে তাদের বিষয়টি জানান। কিন্তু, রেস্তোরাঁর ম্যানেজার তাঁকে জানান, রেস্তোরাঁতে আরশোলা ঘুরে বেড়াচ্ছে। তাই কোনওভাবে আরশোলাটি বিরিয়ানির প্যাকেটে ঢুকে পড়েছিল। এরপর ওই ম্যানেজার তাঁর ক্ষমাও চান এবং বিরিয়ানির মূল্য বাবদ ২৪০ টাকা ওই ব্যক্তিকে ফিরিয়ে দেন ম্যানেজার। কিন্তু, তা মেনে নিতে পারেননি অরুণ। তিনি সাফ জানিয়ে দেন ওই রেস্তোরাঁ থেকে আর কোনও দিন বিরিয়ানি অর্ডার করবেন না। এরপরে অরুণ বিষয়টি জেলা উপভোক্তা আদালতে একটি মামলা করেন। তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে এবং দাবি করে, সেই সময় খাবার গরম ছিল। ওই তাপমাত্রায় আরশোলা বেঁচে থাকা সম্ভব নয়।

বিস্তারিত শোনার পর উপভোক্তা আদালত রেস্তোরাঁর মালিকদের দোষী সাব্যস্ত করে। আদালত নির্দেশ দিয়েছে যে তারা পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। কমিশন আরও বলেছে যে ভিডিয়ো থেকে এটি স্পষ্ট যে বিরিয়ানিতে আরশোলা ঘুরে বেড়াচ্ছিল। এরপরেই আদালত ওই রেস্তোরাঁকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। ৪৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা জমা দিতে বলেছে আদালত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।