পাহাড়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে পাহাড়ে খুন হলেন জিএনএলএফ নেতা। রোশন লামাকে খাদে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুন করার অভিযোগ। পেডং থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
যদিও এতে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই জানা গিয়েছে। পেডং থেকে রামধুরার কাছে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এক বাইক আরোহীর সঙ্গে জিএনএলএফ নেতার গাড়ির ধাক্কা লাগে। তারপরেই বাইক আরোহীর সঙ্গে বচসা বাধে। এমনকী বচসা ক্রমে হাতাহাতিতে পরিণত হয়।
হাতাহাতি হতে হতেই বাইক আরোহী যুবক রোশন লামাকে ধাক্কা দিয়ে খাদের মধ্যে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
গত কয়েকমাস ধরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পাহাড়ে। নতুন করে গোর্খাল্যান্ডের দাবি জেগে উঠেছে। বিমল গুরুং পাহাড়ে ফিরতেই গোর্খাল্যান্ডের দাবি ঘিরে সরব হয়েছেন একের পর পর এক রাজনৈতিক দল। পাহাড়ের সব রাজনৈতিক দল একজোট হয়ে গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়েছেন তাঁরা।